ধান

ধানের উদ্বাত্তা রোগ

Balansia oryzae-sativae

ছত্রাক

5 mins to read

সংক্ষেপে

  • এ রোগের ফলে ধানের শীষে বিকৃতি ঘটে।
  • ধান গাছের উপরিভাগের পাতা এবং খোল পাতা সাদা ছত্রাক দিয়ে আবৃত হয়ে যায় এবং রূপার মত দেখায়।
  • গাছের বৃদ্ধি থমকে যায়।

এখানেও পাওয়া যেতে পারে

1 বিবিধ ফসল

ধান

উপসর্গ

এ রোগের লক্ষণ ধানের শীষ বের হওয়ার সময় প্রথম দেখা যায়। এ রোগের সংক্রমণ গাছের ভিতর দিয়ে প্রবাহমান ( systemic) এবং সকল কুশিই জীবাণু বহন করে। আক্রান্ত গাছের বৃদ্ধি ব্যাহত হয়, শীষ সাদা বর্ণের ছত্রাক দিয়ে আবৃত হয় এবং শীষদণ্ড গুলি পরস্পরের সঙ্গে জুড়ে যায়। শীষ খাড়া, একক, ময়লা রঙযুক্ত এবং খোল থেকে চোঙাকৃতি রডের মত অংশ বের হয়। ধান গাছের উপরিভাগের পাতা এবং খোল পাতা সাদা ছত্রাক দিয়ে আবৃত হয়ে যায় এবং রূপার মত দেখায়। শিরা বরাবর সাদা ছত্রাকগুলো সরু ডোরাকাটা দাগ সৃষ্টি করে। আক্রান্ত শীষে কোন দানা তৈরি হয় না।

Recommendations

জৈব নিয়ন্ত্রণ

বীজ বপনের পূর্বে ৫০-৫৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার গরম জলে ১০ মিনিট শোধন করলে ভালো ফল পাওয়া যায়। বীজ রৌদ্রে রেখে শোধন করেও ছত্রাকের জীবাণু ধ্বংস করা যায়।

রাসায়নিক নিয়ন্ত্রণ

সম্ভাব্যক্ষেত্রে সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। কাপটান (captan) অথবা থাইরাম (thiram) দিয়ে বীজ শোধন করে নিন। অরিওফানজিন (aureofungin) এবং মানকোজেবের (mancozeb) বিভিন্ন মিশ্রণ প্রয়োগ করলে রোগের তীব্রতা কমে এবং কিছু কিছু জাতের ধানে ফলন বাড়ার প্রমাণও মিলেছে। বীজ শোধন না করে যদি মাটি শুধু থাইরামের সাহায্যে ও পরবর্তীতে অন্য কোন ছত্রাকনাশক দ্বারা শোধন করা হয় তাহলে উদ্ভাতা রোগ কমে আসে এবং বেশি ফলন পাওয়া যায়।

এটা কি কারণে হয়েছে

এ রোগ দক্ষিণ ভারতের অনেক জায়গায় মারাত্মকভাবে দেখা দিয়েছে। মৌসুমের শুরুতে কিংবা শেষে ধান চাষ করলে এ রোগের সংক্রমণ কম হয়। ছত্রাকের জীবাণু বীজে, ধান গাছের পাতায় কিংবা অন্যান্য আবাসে থাকে। ফসল কাটার পরে জীবাণু ফসলের অবশিষ্টাংশে অবস্থান করে এবং বাতাস ও জলের মাধ্যমে ছড়ায়। এ ছত্রাকের অনেকগুলো বিকল্প আবাস রয়েছে যেমন ইসাকনি এলিগ্যান্স (Isachne elegans) , সাইনোডোন ডেকটাইলন (Cynadon dactylon), পেনিসেটাম (Pennisetum sp.), এরাগ্রোস্টিস টেনুইফোলিয়া (Eragrostis tenuifolia) প্রভৃতি আগাছা। উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় গাছ বেশি সংবেদনশীল হয়ে পড়ে। চারা রোপণ এবং বৃদ্ধি পর্যায়েই সবচেয়ে বেশি রোগের প্রাদুর্ভাব হয়। তবে এ রোগের লক্ষণ শীষ বের হওয়ার সময় প্রথম দৃশ্যমান হয়।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • রোগমুক্ত ধান বীজ ব্যবহার করুন এবং সম্ভব হলে রোগ প্রতিরোধী সহনশীল জাতের চাষ করুন।
  • সংক্রমিত জমি থেকে ধান বীজ সংগ্রহ করবেন না।
  • জমি ভালভাবে পর্যবেক্ষণ করুন এবং আক্রান্ত শীষ সরিয়ে ফেলুন।
  • হয় মৌসুমের প্রথম দিকে ধান লাগাবেন কিংবা শেষে।
  • জমি কিংবা জমির আশেপাশের সম্ভাব্য বিকল্প আবাস ধ্বংস করে ফেলুন।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন