ধান

ধানের বাকানি ও গোড়া পচা রোগ

Gibberella fujikuroi

ছত্রাক

সংক্ষেপে

  • বাকানি সাধারণত চারা অবস্থার রোগ কিন্তু গাছের বৃদ্ধির সকল পর্যায়ে এ রোগ দেখা যায়।
  • চারা স্বাভাবিকের চেয়ে অনেক লম্বা ও চিকন হয়, পাতা শুকিয়ে যায় এবং বিবর্ণ মনে হয়।
  • আক্রান্ত গাছের কাণ্ডে বাদামী রঙের দাগ দেখা দেয়।
  • কাণ্ডের উপরের গিঁটে নতুন শিকড় দেখা দেয়।
  • আক্রান্ত গাছে অপুষ্ট ধান হতে পারে, গাছ বন্ধ্যা হতে পারে বা দানায় কোন খাদ্যসার নাও থাকতে পারে।

এখানেও পাওয়া যেতে পারে


ধান

উপসর্গ

বাকানি সাধারণতঃ সুস্পষ্টভাবে চারার রোগ কিন্তু গাছের বৃদ্ধির সকল পর্যায়ে এ রোগ দেখা যায়। ছত্রাক প্রথমে গাছের মূলে বা মুকুটে আক্রমণ করে এবং ধারাবাহিকভাবে কাণ্ডে ছড়িয়ে পড়ে। সংক্রমনের প্রথম পর্যায়ে যদি টিকে যায়, সংক্রমিত গাছ কিছু কুশিসহ অন্যান্য গাছ থেকে অস্বাভাবিকভাবে অনেক লম্বা হয়, ফ্যাকাশে, লিকলিকে এবং পাতা শুকিয়ে যায় । কাণ্ডের ভিতরের অংশে পচে যায় এবং পর্বসন্ধিতে অনেক মূল বের হয়। সংক্রমিত অংশে বাদামী দাগ পড়ে। গাছ পরিপক্ক পর্যায় পর্যন্ত টিকে থাকলে অপুষ্ট ধান ও চিটা বেশী হয়। এ পর্যায়ে গাছের ডিগ পাতা লক্ষণীয়ভাবে এবং অনুভুমিকভাবে বৃদ্ধি পায়।

সুপারিশমালা

জৈব নিয়ন্ত্রণ

আজ পর্যন্ত এ রোগের বিরুদ্ধে কোন জৈবিক দমন ব্যবস্থা জানা নেই। তবে লবণাক্ত জল ব্যবহার করে সুস্থ বীজ থেকে হালকা ওজনের সংক্রামিত বীজকে পৃথক করা যেতে পারে।

রাসায়নিক নিয়ন্ত্রণ

সম্ভাব্যক্ষেত্রে, সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। ট্রাইফ্লুমিজল (triflumizole), প্রপিক্লোনাজল (propiconazole), প্রোক্লোরাজ (prochloraz ) সমন্বিত ছত্রাকনাশক একক ভাবে বা থাইরাম এর সাথে মিশ্রণ করে আক্রান্ত বীজ শোধন করলে কার্যকরী ফল পাওয়া যায়। ছত্রাকনাশকের দ্রবনে ৫ ঘন্টা বীজ ভিজিয়ে রাখলেও প্রয়োজনীয় ফল পাওয়া যায়। সডিয়াম হাইপক্লরাডইড ( ব্লিচ) দ্বারা বীজ শোধন করলে রোগের প্রকোপ অনেক কমান যায়। ফসলের বৃদ্ধি পর্যায়ে এক সপ্তাহ পর পর ২ বার স্প্রে করলেও এ রোগ দমনে উপকার হয়।

এটা কি কারণে হয়েছে

বাকানি বীজবাহিত ছত্রাক জাতীয় রোগ। সাধারণত আক্রান্ত বীজ ব্যবহার করার কারণে বাকানি রোগ বেশি দেখা যায় কিন্তু উদ্ভিদ উপাদান বা মাটিতে এ রোগের জীবানু থাকলেও এ রোগ দেখা যায়। এ রোগের ছত্রাকের রেণু বাতাস বা জলের মাধ্যমে এক গাছ থেকে অন্য গাছে ছড়িয়ে পড়ে। ফসল মাড়াইয়ের সময় জীবাণু আক্রান্ত গাছের মাধ্যমে এ ছত্রাকের রেণু সুস্থ বীজে ছড়িয়ে পড়ে এবং এছাড়া জলে বীজ ডুবিয়ে রাখার সময় জীবাণু বহন করতে পারে। ৩০-৩৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা এ রোগের জন্য অনুকূল।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • এ রোগ কমানোর জন্য পরিচ্ছন্ন বীজ ব্যবহার করুন।
  • প্রযোজ্য ক্ষেত্রে রোগ সহনশীল জাত ব্যবহার করুন।
  • চারা পর্যবেক্ষণ এবং শোধন করে এ রোগ কমানো যেতে পারে।
  • অতিরিক্ত নাইট্রোজেন যুক্ত সার পরিহার করুন।
  • রোপণের পুর্বে গভীর চাষ দিন যেন মাটি আলট্রা ভায়োলেট রশ্মিতে সম্পৃক্ত হয়।
  • নতুন করে রোপণের আগে মাটিতে চাষ দিয়ে পূর্ববতী ফসলের অবশিষ্টাংশ মাটির গভীরে পাঠিয়ে দিন।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন