ধান

ধানের কাণ্ডপচা রোগ

Magnaporthe salvinii

ছত্রাক

সংক্ষেপে

  • পাতার বাইরের খোলে অনিয়মিত ছোট, কালো ক্ষত দেখা যায়।
  • ক্ষত বৃদ্ধি পায়।
  • পর্বমধ্য পচে যায় ও ভেঙে পড়ে।
  • গাছ নুইয়ে যায়, শস্যবিহীন মঞ্জরী, চিটা দানা দেখা যায় ও শীষ মারা যায়।
  • আক্রান্ত ফাঁপা কাণ্ডের মধ্যে গাঢ়-ধূসর মাইসেলিয়াম ছত্রাকের দেখা মেলে।

এখানেও পাওয়া যেতে পারে

1 বিবিধ ফসল

ধান

উপসর্গ

ধান গাছের কুশি ছাড়ার পরে সাধারণত এ রোগের লক্ষণ দেখা দেয়। রোগের প্রাথমিক লক্ষণ হচ্ছে, জলের কাছাকাছি পাতার বাইরের খোলে অনিয়মিত ছোট, কালো ক্ষত দেখা যায়। রোগের প্রকোপ যত বৃদ্ধি পায়, ক্ষত তত বাড়তে থাকে, পাতার ভেতরের খোলে এবং কাণ্ডে ক্ষত ছড়ায়, যা বাদামী- কালো ক্ষত তৈরি করে। অবশেষে কাণ্ডের ভেতরের একটি অথবা দুইটি গাঁট পচে যায় এবং কাণ্ডের ভিতর নিঃশেষ হয়ে যায় (শুধুমাত্র এপিডার্মিস ঠিক থাকে), ফলে গাছ মাটিতে নুইয়ে পড়ে, শস্যকনা বিহীন মঞ্জরী, চিটা দানা তৈরি হয় অথবা গাছ মরে যায়। কাণ্ডের ফাঁপা জায়গায়, আক্রান্ত কাণ্ডে নিষ্প্রভ-ধূসরাভ মাইসেলিয়াম, সাথে ভেতরের আবরণে ছোট, কালো স্কেলোরোসিয়ার ছোপ দাগ দেখা দিতে পারে।

সুপারিশমালা

জৈব নিয়ন্ত্রণ

কাণ্ড পচা রোগ নিয়ন্ত্রণে জৈব পদ্ধতিগুলো হচ্ছে, জমির উত্তম ব্যবস্থাপনা এবং এর শত্রু জীবের ব্যবহার নিশ্চিত করা।

রাসায়নিক নিয়ন্ত্রণ

সম্ভবমতো সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। সাধারনত রোগের মাঝ পর্যায়ে বা রোগের শুরুতে রাসায়নিক যৌগ যেমন ভ্যালিডামাইসিন বা হেক্সাকোনাজোল @ ২ মিলি/লিটার, প্রপিকোনাজোল @ ১ মিলি/লিটার বা থায়োফেনেট-মিথাইল @ ১.০ গ্রাম/লিটার জলে ১৫ দিন অন্তর দুইবার স্প্রে করে গাছের কাণ্ড পচা রোগ রোধ করা যায়।

এটা কি কারণে হয়েছে

এ রোগ ম্যাগনাপোর্থি স্যালভিনি ছত্রাকের কারণে হয়। এ ছত্রাক মরা গাছের কোষ বা মাটির মধ্যে গোটা শীতকাল অতিবাহিত করে। পরবর্তীতে, যখন আবহাওয়া অনুকূল হয় (উচ্চ আর্দ্রতা, অধিক হারে নাইট্রোজের সারের প্রয়োগ) তখন এর বীজগুটি বৃষ্টির জলের ঝাপটা ও জলসেচের মাধ্যমে ছড়িয়ে যায়। যখন কোন পাতার উপরে গিয়ে এ বীজগুটি আশ্রয় নেয়, তা পাতার পৃষ্ঠতলে আটকে থাকে এবং পাতার কিউটিকলের মধ্যে দিয়ে ছিদ্র করে প্রবেশ করে। এই প্রক্রিয়া ক্ষতযুক্ত (পতঙ্গের আক্রমণ বা ভুল প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়)। ফসল যতই পরিপক্ক হয় ততই এ রোগের তীব্রতা বাড়ে। গ্রীষ্মপ্রধান এলাকায়, ফসল সংগ্রহের পর উচ্চ আর্দ্রতার সময়ে এ ছত্রাকের জীবন-চক্র আনুকূল্য পায়।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • রোগ প্রতিরোধী সহজলভ্য জাত ব্যবহার করুন।
  • চারা রোপণের সময় ঘন করে লাগানো থেকে বিরত থাকুন।
  • জমিতে নাইট্রোজেনের উপাদান সীমিত রাখুন এবং কয়েক ধাপে প্রয়োগ করুন।
  • মাটির পিএইচ বৃদ্ধির জন্য বেশী মাত্রায় পটাশ সার প্রয়োগ করুন।
  • ফসল কাটার পর জমিতে বিদ্যমান ফসলের যাবতীয় অংশ জড়ো করে পুড়িয়ে ফেলুন, খেয়াল রাখুন খড়কুটো যেন না পচে যায়।
  • বিকল্পভাবে, জমি বরাবর ধান কাটুন এবং ফসল আহরণের পর খড় অপসারিত করুন।
  • অন্য আরেকটি বিকল্প হলো অবশিষ্টাংশ গভীর চাষ দিয়ে মাটিতে মিশিয়ে দেওয়া।
  • জমিতে দীর্ঘ মেয়াদে সেচের জল জমতে দেবেন না।
  • কয়েক মাস বা এমনকি প্রয়োজনানুযায়ী এক বছরের জন্যে জমি পতিত অবস্থায় রেখে দিন।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন