Eutypa lata
ছত্রাক
গাছের দেহকাণ্ডের আভ্যন্তরীণ পচন দ্বারা রোগ চিহ্নিত করা হয় । যেহেতু বছরের পর বছর ধরে রোগের বিস্তার ঘটায় এক বা একাধিক শাখা / বাহু মরে যায় , তাই রোগের এমন নাম রাখা হয়েছে । দেহকাণ্ড আড়াআড়ি ভাবে কাটলে অভ্যন্তরীণ টিস্যুর মধ্যে একটি খাদ-আকৃতির / খিলান-আকৃতির ক্ষত দেখা যায়। কখনও কখনও দেখা যায়, ছত্রাক মরা কাঠের বাকলের উপরে কাঠকয়লার প্যাচ গঠন করে বাড়তে থাকে। এ রোগের লক্ষণ পাতাতেও দেখা যায় । এর মধ্যে অন্তর্ভুক্ত হলো পত্র ফলকে দাগ এবং পর্যায়ক্রমে ক্লোরোফিলের অভাবজনিত হলুদ দাগ, মৃত কোষ কলার দাগ দেখা যায় । পাতার ল্যামিনা কাপ আকৃতি গঠন করে বিকৃত হয়। পর্বমধ্য খাটো হয় এবং কাণ্ডের বৃদ্ধি থেমে গিয়ে ক্লোরোটিক হয় । ফলের থোকা বের হয় না অথবা সাধারনতঃ বৃদ্ধি হয় না এবং ঝরে পড়ে ।
ব্যাসিলাস সাবটিলিসের উপর ভিত্তি করে তৈরি বাণিজ্যিক ফরমুলেশন প্রয়োগ করে প্রুনিং/ ছাঁটাই এর জখম থেকে গাছকে সুরক্ষা দেয়া যায় । প্রুনিং এর পর জখম হওয়া স্থানে কপার সংঘটিত উপাদান প্রয়োগ করে ছত্রাকের সংক্রমণ প্রতিরোধ করা যায় ।
সম্ভবমতো সমম্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ণ্ত্রনের মাধ্যমে রোগ প্রতিরোধের ব্যবস্থা নিন । ট্রাঙ্ক ক্যাঙ্কার ও ইউটাইপা ডাইবেক রোগ দমনে মাইক্লোবুটানিল , থিয়োফেনেইট - মিথাইল এবং টেট্ট্রাকোনাজল ব্যবহৃত হচ্ছে । প্রুনিং বা ছাঁটাইয়ের সাথে সাথে প্রতিরোধী ব্যবস্থা হিসেবে এগুলো ব্যবহৃত হয়। এক্রাইলিক রঙে ৫ % বোরিক এসিড অথবা তেল ব্যবহার করে জখমের স্থান আবৃত করে দিলেও ভালো কাজ করে ।
আঙ্গুরের মৃত শাখা রোগের জন্য দায়ী ইউটাইপা লাটা নামক ছত্রাক এবং সাধারনত পুরনো আঙ্গুর ক্ষেত অথবা বাগানে দেখা যায় । আক্রান্ত গাছের কুঁড়িতে থাকা শীতাবস্থার ছত্রাকের স্পোর প্রাথমিক সংক্রমণের উৎস হিসেবে কাজ করে । বসন্তকালে বৃষ্টির জল স্পোর অবমুক্ত করতে সহায়তা করে এবং বাতাসের মাধ্যমে এ স্পোর উন্মুক্ত মুকুলে ছড়িয়ে পড়ে । এরা আঘাতের প্রান্ত অথবা সম্ভবত সরাসরি পত্ররন্ধ্রের মধ্য দিয়ে গাছের ভিতরে প্রবেশ করে। এক বার ঢুকতে পারলে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে এবং বছর বছর পরিবহন কলা নষ্ট করে । পরবর্তী পর্যায়ে, এটি সম্পূর্ণভাবে অঙ্কুর বা শাখাগুলির আচ্ছাদন করতে পারে এবং গাছের উপরের অংশে জল এবং পুষ্টির পরিবহনকে অবরুদ্ধ করে । ২০-২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্পোর অংকুরোদ্গমের জন্য সবচেয়ে উপযোগী । ইউটাইপা লাটা আপেল, পেয়ার, চেরি এমনকি ওয়ালনাটেও আক্রমণ করতে পারে । পর্বতশৃঙ্গ, কর্ক ওক বা ব্ল্যাকথর্ন গাছের দীর্ঘ সিরিজ হোস্টের / আবাসী গাছে অতিক্রম করে এবং ইনোকুলামের একটি জলাধার হিসাবে কাজ করতে পারে।