লেবু জাতীয় ফসল

সেপটোরিয়া দাগ রোগ

Septoria citri

ছত্রাক

5 mins to read

সংক্ষেপে

  • ফলের উপরে সরু সবুজ প্রান্তরেখাসহ ক্ষুদ্র হালকা-তামাটে বর্ণের ছোট্ট মতো গর্ত দেখা যায়।
  • পরবর্তীকালে যা লালচে-বাদামী বর্ণে পরিণত হয় এবং কাছ থেকে দেখলে একত্রিত কালো দাগের সমাবেশ বলে মনে হয়।
  • পাতার উপরে হলুদ আভাসহ সামান্য উত্থিত, ফোসকার মতো দাগ দেখা যায়।
  • পাতার উপরে দাগগুলির কেন্দ্রভাগ পরবর্তীকালে শুষ্ক হয়ে ফ্যাকাশে বাদামী বর্ণযুক্ত হয়।
  • গাছের নীচের অংশ থেকে পত্রমোচন শুরু হয়।

এখানেও পাওয়া যেতে পারে

1 বিবিধ ফসল

লেবু জাতীয় ফসল

উপসর্গ

ফলের উপরে ক্ষুদ্র, দাবানো অংশ বা গর্তের ( ১ থেকে ২ মিলিমিটার ব্যাস বিশিষ্ট) আবির্ভাব হয়, যা ফলের বহিরাবরণের বেশী গভীরে প্রসারিত হয় না। এই গর্তগুলি প্রাথমিকভাবে সরু সবুজ প্রান্তভাগযুক্ত হালকা-তামাটে বর্ণের হয়, যা ফলের পূর্ণতাপ্রাপ্তির সঙ্গে লালচে বাদামী বর্ণে রূপান্তরিত হয়। ক্ষতগুলি একত্রিত হয়ে বাদামী থেকে কালো বর্ণের বৃহৎ দাবানো অসম অঞ্চলে পরিণত হতে পারে। ক্ষতস্থানের মধ্যেই ঘন সংবদ্ধ কালো দাগের আবির্ভাব ঘটে যা থেকে ছত্রাকরেণু তৈরী হয়। তীব্রভাবে সংক্রামিত ফল থেকে দ্রুত একটি বৈশিষ্ট্যপূর্ণ গন্ধ উৎপন্ন হতে শুরু করে এবং ফল অকালেই ঝরে পড়ে যায়। পাতায় সামান্য উঁচু, ফোসকার ন্যায় কালো দাগ (১ থেকে ৪ মিলিমিটার ব্যাস বিশিষ্ট) সৃষ্টি হয় এবং একে ঘিরে থাকে এক হলুদ বর্ণের আভা। কালক্রমে, এই দাগের কেন্দ্রভাগ শুষ্ক হয়ে ফ্যাকাশে বাদামী বর্ণযুক্ত হয়। অনুকূল পরিস্থিতিতে, রোগের আক্রমণে গাছের নীচের দিকের পাতাগুলি ঝরে পড়ে যেতে থাকে। পাতা ঝরে পড়ার সঙ্গে সঙ্গেই ক্ষতগুলি কালো প্রান্তভাগযুক্ত গাঢ় বাদামী বর্ণে রূপান্তরিত হয়। ক্ষতস্থানের ভিতরে ক্ষুদ্র কালো ছত্রাকরেণু তৈরী হয়।

Recommendations

জৈব নিয়ন্ত্রণ

কপার (copper ) ও জিঙ্ক সালফেট (zinc sulfate) সংঘটিত জৈব ছত্রাকনাশক Septoria citri-কে কার্যকরীভাবে ধ্বংস করতে পারে। এই ছত্রাকনাশক শীতের বৃষ্টির আগেই প্রয়োগ করতে হবে এবং প্রয়োজনে শীতকালে এবং বসন্তের প্রথমভাগেই দ্বিতীয়বা্রের জন্য প্রয়োগ করতে হবে।

রাসায়নিক নিয়ন্ত্রণ

সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। কপার সমৃদ্ধ ছত্রাকনাশক শরতের বৃষ্টিপাতের আগেই প্রয়োগ করে রোগের বিরুদ্ধে কার্যকরী প্রতিরোধ গড়ে তুলুন। অ্যাজোক্সিসট্রোবিন (azoxystrobin ) তাম্র সংঘটিত যৌগের সঙ্গে মিশিয়ে ব্যবহারেও সন্তোষজনক ফলাফল দেয়। শীতের বৃষ্টিপাতের আগেই স্প্রে ব্যবহার করা উচিৎ এবং প্রয়োজনে শীতকালে এবং বসন্তের প্রথমভাগে দ্বিতীয়বার প্রয়োগ করতে হবে।

এটা কি কারণে হয়েছে

গাছের রোগাক্রান্ত ডালে, মৃত কাঠে ও পাতায় ও জমিতে পড়ে থাকা পাতার স্তুপে ছত্রাক বেঁচে থাকে। ছত্রাকরেণু জলের বেগে প্রবাহের সঙ্গে সুস্থ পাতায় ও ফলে ছড়িয়ে পড়ে। গ্রীষ্মকালের শেষদিকে বা ঠান্ডা, স্যাঁতসেঁতে আবহাওয়ার পরে শরৎকালেই ফলের কাঁচা অবস্থায় থাকাকালীনই রোগ সংক্রমন ঘটে। যতদিন পর্যন্ত না লক্ষণগুলি প্রকাশ পাচ্ছে ততদিন পর্যন্ত ছত্রাক সুপ্ত অবস্থায় থাকে। ৫ থেকে ৬ মাস পরে ফল পাকার সময়ে, সাধারণতঃ ঠান্ডা ঝড়ো আবহাওয়ার পরে পরেই ছত্রাক সক্রিয় হয়ে ওঠে। সাধারণতঃ যে বছরগুলিতে সাধারণ বৃষ্টিপাতের থেকে বেশী বৃষ্টিপাত হয়, সেপ্টোরিয়ার (Septoria)-র দাগ রোগ তখন মারাত্মক আকার ধারণ করে। মনে করা হয় যে নিম্ন বা দ্রুত পরিবর্তনশীল তাপমাত্রা্র প্রভাবে লেবু জাতীয় গাছের কোষকলা আরো রোগপ্রবণ হয়ে পড়ে।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • রোগ প্রতিরোধী, সহনশীল ও স্বল্প সংখ্যক কাঁটাযুক্ত প্রজাতির চারাগাছই রোপণ করুন।
  • ভালোভাবে বায়ু চলাচল করার জন্য গাছ ছেঁটে দিন।
  • জলের মাধ্যমে রোগ ছড়িয়ে পড়া এড়াতে উদ্ভিদের মাথার উপরে জলসেচন বর্জন করুন।
  • সম্ভব হলে, ফলবাগিচাকে তুষারপাতের হাত থেকে রক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করুন।
  • জমিতে পড়ে থাকা ফল ও পাতা সংগ্রহ করে নষ্ট করে দিন।
  • রোগের উপসর্গের খোঁজ পেতে নিয়মিত বাগানে তদারকি করুন।
  • গাছের শাখাপ্রশাখা নিয়মিত ছেঁটে ফেলুন, বিশেষ করে সংক্রামিত শাখাপ্রশাখা বা মৃত অংশাদি অবশ্যই ছেঁটে দিন।
  • আগেভাগেই ফল সংগ্রহ করুন।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন