Diaporthe citri
ছত্রাক
পরিপক্কতার শেষ পর্যায়ে মেলানোজ রোগের (Melanose ) লক্ষণ দেখা যায় এবং ফলের উপরে লালচে-বাদামী থেকে গাঢ় বাদামী দাগের (আকারে ০.২ থেকে ১.৫ মি.লি.) আবির্ভাব ঘটে। এই দাগগুলি ফলের ত্বকের উপর অবস্থিত তৈল গ্রন্থিকে ঘিরে উপস্থিত থাকে। রোগ সংক্রমণের সময় ক্ষতবিক্ষত কোষকলা ও চিড় ধরা একটি সাধারণ ঘটনা। ফলের বৃদ্ধি থমকে যেতে পারে এবং অকালে ঝরে পড়ে যেতে পারে। বিপরীতক্রমে অন্য রোগ থেকে সৃষ্ট দাগের সঙ্গে মেলানোজ রোগ থেকে সৃষ্ট (Melanose ) দাগের একটা পার্থক্য হলো এ ক্ষেত্রে স্পর্শের সময় বালি কাগজের মতো একটা স্পর্শের অনুভূতি হয়। পাকা ফলে জীবাণুর আক্রমণের ফলে ফলের পচন ধরে যা সাধারণতঃ ফলের বোঁটা থেকে উৎপত্তি হয় এবং অকালে ফল গাছ থেকে ঝরে পড়ার কারণ হতে পারে। পাতায় উপসর্গগুলি প্রথমে ছোট ছোট বাদামী স্বতন্ত্র দাগের মাধ্যমে প্রকাশ পায় এবং পরে তা বৃদ্ধি পেয়ে উঁচু গুটিতে পরিণত হয় যা লালচে-বাদামী আঠাসিক্ত অবস্থায় থাকে। গুটিগুলি প্রায়ই হলুদ আভা দিয়ে ঘেরা থাকে এবং অবশেষে গুটিগুলি ক্ষুদ্র, শক্ত ছিপির ন্যায় দেখতে হয়। সংরক্ষণের সময়ে, কাণ্ডের শেষপ্রান্তে পচা রোগ সৃষ্টি হতে পারে।
Diaporthe citri -র মোকাবিলা করতে কপার সংঘটিত জৈব যৌগ সমৃদ্ধ স্প্রে ব্যবহার করুন। পাঁপড়ি ঝরে পড়ার সময়ে এর প্রথম প্রয়োগ করবেন এবং এর ৬ থেকে ৮ সপ্তাহ পরে দ্বিতীয়বার প্রয়োগ করবেন।
সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। বসন্তকালে কচি পাতা গজানোর সময়ে ফলের উপর মেলানোজ রোগের প্রকোপ রোধ করতে পাইরাক্লোসট্রোবিন (pyraclostrobin ) প্রয়োগ করে সুফল পাওয়া গেছে। ম্যানকোজেব (mancozeb ) এবং ফেনবুকোনাজোল (fenbuconazole ) সংঘটিত উপকরণ ব্যবহার করুন। স্ট্রোবিলুরিন (Strobilurin ) ছত্রাকনাশকের প্রয়োগেও সন্তোষজনক ফলাফল পাওয়া গিয়েছে এবং এটাও ব্যবহার করা যেতে পারে।
পচন রোগ সৃষ্টিতে সক্ষম মেলানোজ (Melanose ) জীবাণু মৃত ডালপালার উপরে জীবনচক্র সম্পূর্ণ করে। এই রোগের তীব্রতা কত হবে তা নির্ধারিত হয় মৃত কাঠের উপরে কত পরিমান ছত্রাক বৃদ্ধি পেলো ও বৃষ্টিপাত এবং স্প্রিঙ্কলার মেশিনের সাহায্যে জলসেচন করার ফলে কতক্ষণ ধরে কাঠ ভিজে থাকলো তার উপরে। মোটামুটি ১৮ থেকে ২৪ ঘন্টা সময়কাল ধরে কাঠ ভিজে থাকলে এবং ২০ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় থাকলে তা রোগ সংক্রমণের পক্ষে উপযুক্ত। গাছে, মাটিতে বা বনের মধ্যে অবস্থিত ঝোপঝাড় থেকে যথেষ্ঠ পরিমানে মৃত কাঠ পাওয়া গেলে ছত্রাকরেণু সমস্যার সৃষ্টি করে।