Uromyces ciceris-arietini
ছত্রাক
শুরুর দিকে, পাতার উভয় পাশেই বাদামী, বৃত্তাকার এবং পাউডারের ন্যায় ফুসকুড়ি অংশ দেখা দিতে পারে। রোগ বৃদ্ধির সাথে সাথে, এই দাগসমূহ শুঁটির বৃন্তেও দেখা যেতে পারে। আক্রান্ত উদ্ভিদ ইঁটের ন্যায় লাল বর্ণের হয়ে ওঠে।
আমরা দুঃখিত যে, ইউরোমাইসেস সিসেরিস-অ্যারিয়েটিনির বিরুদ্ধে কোন বিকল্প নিয়ন্ত্রন ব্যবস্থা আছে কিনা তা এখনো আমাদের অজানা। যদি আপনি এই রোগের বিরুদ্ধে বিকল্প কোন নিয়ন্ত্রন ব্যবস্থা প্রয়োগ করে সফল হয়ে থাকেন তবে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনার কাছ থেকে শুনতে চাই।
সম্ভবমতো সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। ছত্রাকনাশকের সহায়তায় এই রোগের নিয়ন্ত্রণে খুব সামান্যই সাফল্য পাওয়া গিয়েছে। ছোলার রাস্ট একটি অপেক্ষাকৃত কম ক্ষতিকর রোগ এবং অধিকাংশ ক্ষেত্রে এর জন্য কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থার দরকার হয় না।
ছোলার উপরে মরিচার মত দাগ সৃষ্টির জন্য শীতল ও আর্দ্র আবহাওয়া বিশেষ অনুকূল হয়। এই রাস্টের বৃদ্ধির জন্য বৃষ্টি খুব জরুরী শর্ত নয়। এই রোগটি প্রধানত ফুল ফোটার ধাপের পরবর্তীতে উদ্ভিদের বেড়ে ওঠার সময়কালে দেখা যায়।