Phytophthora drechsleri f. sp. cajani
ছত্রাক
সংক্রামিত গাছের পাতায় জল-সিক্ত ক্ষত দেখা যায়। কাণ্ড এবং পাতার বোঁটায় বাদামী থেকে কালো দাবানো ক্ষত দৃশ্যমান হয়। কাণ্ডের ক্ষতের উপরের দিক থেকে গাছ নেতিয়ে পড়া শুরু করে এবং শেষ পর্যন্ত গাছ মারা যায়। অল্প বয়স্ক চারা সংক্রমণে নেতিয়ে পড়ে (আকস্মিক মৃত্যুও ঘটতে পারে)। যদি গাছ না মারা যায় তবে কাণ্ডের উপরে বড় ফুস্কুড়ি সৃষ্টি হয়।
সিউডোমোনাস ফ্লুরোজেনস এবং ব্য্যাসিলাস সাবটিলি, পাশাপাশি ট্রাইকোডার্মা ভিরিডি এবং হ্যামাটাম কাণ্ড পচা রোগের বিপক্ষে কার্যকরী হয়ে থাকে।
সম্ভবমতো সমম্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে রোগ প্রতিরোধের ব্যবস্থা নিন। ফাইটোফথোরা ড্রেক্যাসলেরি প্রতিরোধের জন্য প্রতি কেজি বীজে ৪ গ্রাম মেটালাক্সিল দিয়ে বীজ শোধন করুন।
ফাইটোফথোরা ড্রেক্যাসলেরি একটি মৃত্তিকাবাহিত ছত্রাক। শীতকালে এটি গাছের অবশিষ্টাংশে টিকে থাকতে পারে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোগ সংক্রমণের পক্ষে অনুকূল পরিবেশ সৃষ্টি করে। সংক্রমণ ঘটার জন্য কমপক্ষে ৮ ঘন্টা পাতা আর্দ্র হয়ে থাকা আবশ্যক। কিছু সময় পরে অড়হর গাছ এ রোগের প্রতি প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়।