বাঁধাকপি

কাণ্ডপচা স্কেলোরোশেনিয়া রোগ

Sclerotinia sclerotiorum

ছত্রাক

5 mins to read

সংক্ষেপে

  • ফল, পাতা কিংবা বোঁটায় অনিয়মিত জল-সিক্ত দাগ দেখা যায়।
  • সাদা, তুলার মতো আচ্ছাদন দ্বারা বৃহদাকার দাগ ঢাকা থাকে।
  • পরে বিচ্ছিন্ন ধূসর কিংবা কালো আঁচিলের ন্যায় প্রজনন অবয়ব দেখা যায়।
  • কাণ্ড ও উদ্ভিদের উপরের অংশ শুকিয়ে যায়।

এখানেও পাওয়া যেতে পারে

19 বিবিধ ফসল
শিম
করলা
বাঁধাকপি
সরিষা
আরো বেশি

বাঁধাকপি

উপসর্গ

আবাসী জাত ভেদে লক্ষণ বিভিন্ন হয় কিন্তু কিছু কিছু মিলও পাওয়া যায়। ফল,পাতা কিংবা বোঁটায় অনিয়মিত জল-সিক্ত দাগ দেখা যায়। এগুলো যখন বড় হয় আক্রান্ত এলাকা প্রচুর তুলার ন্যায় সাদা ছাঁচ দ্বারা ঢেকে থাকে এবং পরবর্তীতে বিচ্ছিন্ন ধূসর কিংবা কালো আঁচিলের ন্যায় প্রজননতন্ত্র তৈরি করে যাকে বলে স্কেলোরোশিয়া। কাণ্ডের গোড়া এবং শাখায় "শুষ্ক" ক্ষত তৈরি হয় যা স্পষ্টতই সুস্থ টিস্যুর সীমানা নির্দেশ করে। এসব সুস্পষ্টভাবে কিছু প্রজাতির ক্ষেত্রে তলদেশে থাকে। পরবর্তী পর্যায়ে ছত্রাক কাণ্ডকে ঘিরে ধরে এবং গাছের উপরের অংশ নেতিয়ে পড়ে, বাদামী বর্ণ ধারন করে এবং মারা যায়। স্কেলোরোশিয়া কাণ্ডের ভেতর বেড়ে ওঠে এবং গাছের টিস্যুকে প্রতিস্থাপন করে। এর ফলে গাছ মারা যেতে পারে। আক্রান্ত ফল এবং বীজ কুঁচকিয়ে যেতে পারে বা কালো ছত্রাক দ্বারা প্রতিস্থাপিত হতে পারে।

Recommendations

জৈব নিয়ন্ত্রণ

পরজীবী ছত্রাক কনিওথাইরিয়াম মিনিটান্স-এর গুটিকাসদৃশ রেণু কিংবা মাটিতে ট্রাইকোডার্মা ছত্রাকের প্রজাতির উপরে প্রয়োগ করলে স্কেলোরোশেনিয়া ছত্রাকের দাপট কমে এবং রোগ বৃদ্ধিতে বাধা প্রদান করে।

রাসায়নিক নিয়ন্ত্রণ

সম্ভবমতো সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। মারাত্মক ভাবে আক্রান্ত হয়েছে শুধুমাত্র এমন জমিতে পাতায় ছত্রাকনাশক প্রয়োগ করুন। গাছের বৃদ্ধির পর্যায় অনুযায়ী দমন ব্যবস্থার তারতম্য হয়। বাঁধাকপি, শিম, টমেটোর স্কেলোরোশেনিয়া নিয়ন্ত্রণ করা কঠিন। আইপ্রোডায়ন অথবা কপার অক্সিক্লোরাইড (১ লিটার জলে ৩ গ্রাম) লেটুস এবং বাদামে ভালো ছত্রাকনাশক হিসেবে কাজ করে। অনেক সময় এই সমস্ত যৌগের ব্যবহার সহ্য করার ক্ষমতাও তৈরি হয়ে যায়।

এটা কি কারণে হয়েছে

স্কেলোরোশেনিয়া কাণ্ডপচা রোগ সাধারনত মাটিবাহিত ছত্রাক স্কেলোরোশেনিয়া স্ক্লেরোশিওরাম-এর জন্য হয় যা দীর্ঘসময় উদ্ভিদের অবশিষ্টাংশ বা মাটিতে স্কেলোরোশিয়া হিসেবে থাকে। এরা জীবনচক্রের অধিকাংশ সময় মাটিতে অতিবাহিত করে আর এটাই ব্যাখ্যা করে কেন এর পাতা কিংবা যে কোন অংশ মাটির সংস্পর্শে আসলে লক্ষণ প্রকাশ শুরু করে। যখন পরিবেশ অনুকূলে থাকে তখন জৈব পদার্থের উপর এর বৃদ্ধি পুনরায় শুরু হয় এবং মাঝে মাঝে গাছের টিস্যু ভেদ করে। এগুলো যেহেতু গাছের সকল অংশে বসতি স্থাপন করে তাই এরা বীজের খোসা কিংবা ভেতরেও থাকতে পারে। গাছে নতুন বায়ুবাহিত ছত্রাকরেণু তৈরী হয়। গাছের নিচের আর্দ্র পরিবেশ ছত্রাকরেণুগুলোকে কাণ্ডে বিস্তার করতে সহায়তা করে। এদের প্রাথমিক বৃদ্ধির জন্য কিছুক্ষন পাতা সিক্ত থাকা এবং ১৫° থেকে ২৪° সে. তাপমাত্রা প্রয়োজন। পুষ্টি উপাদানের উপস্থিতি এর বৃদ্ধিকে সহায়তা করে। এই ছত্রাক শিম, বাঁধাকপি, গাজর, ক্যানোলা প্রভৃতি আবাসী গাছে আক্রমণ করে।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • প্রত্যয়িত উৎস থেকে সুস্থ সবল বীজ ব্যবহার করুন।
  • যদি সম্ভব হয়, প্রতিরোধী কিংবা অধিক সহনশীল জাত ব্যবহার করুন।
  • পূর্বের আক্রান্ত জমিতে গাছ রোপণ করবেন না।
  • উত্তম আলো-বাতাস চলাচলের জন্য প্রশস্ত সারির দূরত্ব মেনে চলুন।
  • গাছকে ঠেস দেওয়ার জন্য তার বা খুঁটি ব্যবহার করুন।
  • রোগের লক্ষণ দেখার জন্য জমি নিরীক্ষা করুন।
  • জমিতে এবং এর আশেপাশের আগাছা দমন করুন।
  • গাছের আক্রান্ত অংশ কিংবা শাখা ছেঁটে ফেলুন।
  • বৃদ্ধির শেষ পর্যায়ে অতিরিক্ত সার প্রয়োগ থেকে বিরত থাকুন।
  • ফসলের বৃদ্ধির পরবর্তী পর্যায়ে অতিরিক্ত সেচ পরিহার করুন।
  • যেহেতু বিনা চাষের জমিতে বালাই হবার সম্ভাবনা কম থাকে, তাই এই ধরনের জমিতে চাষ দেবেন না।
  • দানা শস্যজাতীয় অনাবাসী উদ্ভিদের সাথে ফসল চক্র করুন।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন