সয়াবিন

সয়বিনের টার্গেট দাগ রোগ

Corynespora cassiicola

ছত্রাক

5 mins to read

সংক্ষেপে

  • পাতা উপর অনিয়মিত লালচে-বাদামী ক্ষত দেখা যায়।
  • পাতার কিনারা বরাবর হালকা সবুজ থেকে হলুদ রঙের ক্ষত পরিলক্ষিত হয়।
  • বড় আকারের ক্ষত হালকা থেকে গাঢ় রঙের বৃত্তাকার ছোপ ছোপ দাগে রূপান্তরিত হয়।

এখানেও পাওয়া যেতে পারে

1 বিবিধ ফসল

সয়াবিন

উপসর্গ

টার্গেট দাগ রোগের লক্ষণ সাধারণত পত্রপল্লবে দেখা যায়। গোলাকার থেকে অসম আকৃতির লাল-বাদামী দাগ হলুদাভ সবুজ বলয় দ্বারা আবৃত থাকে। দাগগুলো হালকা অথবা গাঢ় বাদামী বৃত্তাকার ছোপ ছোপ আকারে বাড়তে থাকে, এ কারণে দাগগুলোকে টার্গেট নামকরন করা হয়েছে। কাণ্ড এবং ডগাও এ রোগে আক্রান্ত হতে পারে এবং সাধারণত গাঢ় বাদামী রঙের ছোট ছোট বিন্দুর মত দাগ এবং লম্বাটে ক্ষত দৃশ্যমান হয়। ছোট, গোলাকার কালো রঙের দাগ সয়বিনের শিমের উপর পরিলক্ষিত হয়। ব্যাপক আক্রমণ হলে অকালে পত্রমোচন হয়।

Recommendations

জৈব নিয়ন্ত্রণ

সয়বিনের টার্গেট দাগ রোগের বিকল্প কোন দমন ব্যবস্থা নেই।

রাসায়নিক নিয়ন্ত্রণ

সম্ভবমতো সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। অর্থনৈতিক ভাবে এ রোগ দমনের জন্য ছত্রাকনাশকের ব্যবহার খুবই কম উপযোগী। পাইরাক্লোস্ট্রোবিন, ইপোক্সিকোনাজল এবং ফ্লুক্সাপাইরোক্সাইড অথবা বিক্সাফেন, প্রথাইয়োকোনাজল এবং ট্রাইফ্লক্সিস্ট্রোবিন সংঘঠিত ছত্রাকনাশক এ জীবাণু দমনে সহায়ক।

এটা কি কারণে হয়েছে

করিনেস্পোরা কেসিয়াইকোলা নামের এক প্রকার ছত্রাক মাটি এবং ফসলের অবশিষ্টাংশে শীতাবস্থা অতিবাহিত করে। পাতার উপর আর্দ্রতার উপস্থিতি অথবা বাতাসের আপেক্ষিক আর্দ্রতা শতকরা ৮০ ভাগের বেশি হলে এ রোগ সংক্রমণের জন্য সহায়ক হয়। শুষ্ক আবহাওয়া রোগের বিস্তার সীমিত রাখে। নামলা জাতের সয়বিনে এ রোগ সাধারণত ব্যাপক হয় অথবা রোগ অসহনশীল জাত আবাদ করলে সেই মরশুমে অতিবৃষ্টির কারণে রোগের বিস্তার প্রকট হয়।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • অর্থনৈতিক ক্ষতি এড়াতে সয়বিনের উচ্চ ফলনশীল জাত ব্যবহার করুন।
  • রোগের প্রকোপ এড়াতে মরশুমের শুরুতে আগাম জাতের সয়বিনের বীজ বপন করুন।
  • ফসল সংগ্রহের পরে জমি থেকে ফসলের অবশিষ্টাংশ ভালভাবে অপসারণ করুন।
  • অনাবাসী ফসল ব্যবহার করে ফসল আবর্তন করুন এবং একই ধরনের ফসল বার বার একই জমিতে আবাদ করা থেকে বিরত থাকুন।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন