বাজরা

সার্কোস্পোরা লিফস্পট রোগ

Cercospora penniseti

ছত্রাক

5 mins to read

সংক্ষেপে

  • পাতা ও কাণ্ডের উপরে ছোট, গাঢ় বর্ণের ও ডিম্বাকৃতি ক্ষত দেখা যায়।
  • এই ক্ষতে কালো ও উত্থিত ধরনের বিন্দু দাগ বৃদ্ধি পায়।

এখানেও পাওয়া যেতে পারে

1 বিবিধ ফসল

বাজরা

উপসর্গ

ধূসর কেন্দ্রযুক্ত ছোট, গাঢ় বর্ণের ও ডিম্বাকৃতি ক্ষত পাতা ও কাণ্ডের উপরে দেখা যায়। এই ক্ষতে কালো ও উত্থিত ধরনের বিন্দু দাগ দেখা যায়।

Recommendations

জৈব নিয়ন্ত্রণ

এই রোগের জন্য কোন বিকল্প নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রচলিত নেই। পরের মরশুমগুলিতে রোগের ঝুঁকি হ্রাস করতে প্রতিরোধক ব্যবস্থা গড়ে তুলুন।

রাসায়নিক নিয়ন্ত্রণ

এই রোগের ক্ষেত্রে কোন রাসায়নিক নিয়ন্ত্রণ প্রয়োজন নেই। পরের মরশুমগুলিতে রোগের ঝুঁকি হ্রাস করতে প্রতিরোধক ব্যবস্থা গড়ে তুলুন।

এটা কি কারণে হয়েছে

উচ্চ তাপমাত্রা ও উচ্চ আর্দ্রতা রোগের পক্ষে অনুকূল হয়। বাতাস ও বৃষ্টির ধারার সাহায্যে ছত্রাক ছড়িয়ে পড়ে। এই ছত্রাক শস্যের অবশিষ্টাংশের উপরে ও আগাছা জাতীয় পরাশ্রয়প্রদানকারী উদ্ভিদের উপরে বেঁচে থাকে। তবে ফসলের ক্ষতি উল্লেখযোগ্য নয়।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • আরো সজীব জাতের চারা রোপণ করুন।
  • আগাছা দমন করুন।
  • ফসল-চক্র অনুসরণ করুন।
  • মাঠে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন।
  • উদ্ভিদের অবশিষ্টাংশ অপসারণ করুন বা পুড়িয়ে দিন।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন