Cercospora penniseti
ছত্রাক
ধূসর কেন্দ্রযুক্ত ছোট, গাঢ় বর্ণের ও ডিম্বাকৃতি ক্ষত পাতা ও কাণ্ডের উপরে দেখা যায়। এই ক্ষতে কালো ও উত্থিত ধরনের বিন্দু দাগ দেখা যায়।
এই রোগের জন্য কোন বিকল্প নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রচলিত নেই। পরের মরশুমগুলিতে রোগের ঝুঁকি হ্রাস করতে প্রতিরোধক ব্যবস্থা গড়ে তুলুন।
এই রোগের ক্ষেত্রে কোন রাসায়নিক নিয়ন্ত্রণ প্রয়োজন নেই। পরের মরশুমগুলিতে রোগের ঝুঁকি হ্রাস করতে প্রতিরোধক ব্যবস্থা গড়ে তুলুন।
উচ্চ তাপমাত্রা ও উচ্চ আর্দ্রতা রোগের পক্ষে অনুকূল হয়। বাতাস ও বৃষ্টির ধারার সাহায্যে ছত্রাক ছড়িয়ে পড়ে। এই ছত্রাক শস্যের অবশিষ্টাংশের উপরে ও আগাছা জাতীয় পরাশ্রয়প্রদানকারী উদ্ভিদের উপরে বেঁচে থাকে। তবে ফসলের ক্ষতি উল্লেখযোগ্য নয়।