বাজরা

মিলেট রাস্ট

Puccinia substriata

ছত্রাক

5 mins to read

সংক্ষেপে

  • পাতার উপরে হলুদ থেকে সাদা দাগ দেখা যায়।
  • পরবর্তীতে হলুদ রেখাযুক্ত লালচে কমলা বর্ণের ‘মরিচা’-র মতো ফুসকুড়ি দেখা যায়।

এখানেও পাওয়া যেতে পারে

1 বিবিধ ফসল

বাজরা

উপসর্গ

পাতার উভয় পৃষ্ঠেই হলুদ থেকে সাদা দাগ ফুটে ওঠে। এই দাগগুলি উত্থিত ধরনের হতে পারে। রোগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে, দাগগুলি একসঙ্গে মিশে যায় এবং লালচে-কমলা মরিচা-র মতো ফুসকুড়ি গঠিত হয়। ফুসকুড়িগুলির চারিধারে হলুদ বর্ণের সীমানা থাকতে পারে। পরবর্তীতে ফুসকুড়িগুলি গাঢ় বর্ণে রূপান্তরিত হতে পারে। সংক্রমণের কারনে পাতাগুলি মারা যেতে পারে এবং রোগের চরম অবস্থায় সম্পূর্ণ গাছই মারা যায়।

Recommendations

জৈব নিয়ন্ত্রণ

দুঃখিত, পুক্কিনিয়া সাবস্ট্রিয়াটা-র বিরুদ্ধে কোন বিকল্প প্রতিষেধক ব্যবস্থার কথা আমরা জানি না। এই রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করবে এমন কোন ব্যবস্থার কথা জানা থাকলে অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা আপনার কাছ থেকে শুনতে চাই।

রাসায়নিক নিয়ন্ত্রণ

কপার যৌগ সমৃদ্ধ ছত্রাকনাশক, ক্লোরোথ্যালোনিল, সালফার বা ম্যানকোজেব বাজরার উপরে রাস্ট বা মরিচা-কে নিয়ন্ত্রণ করতে প্রয়োগ করা হয়। ছোট চাষীর ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে ছত্রাকনাশকের ব্যবহার অর্থনৈতিক দিক থেকে লাভজনক নয়।

এটা কি কারণে হয়েছে

এই জীবাণুর পরাশ্রয়দানকারী অনেক বিকল্প উদ্ভিদ আছে, যেমন, বেগুন ও ঘাস জাতীয় উদ্ভিদের অনেক জাত। ছত্রাক বাতাসের সাহায্যে ভর করে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। উপরন্তু, জীবাণু মাটিতে, উদ্ভিদের অবশিষ্টাংশে ও বিকল্প পরাশ্রয়দানকারী উদ্ভিদকে আশ্রয় গ্রহণ করে বেঁচে থাকতে পারে। ছত্রাকের বৃদ্ধির পক্ষে অনুকূল পরিবেশ হলো ঠাণ্ডা রাত ও উষ্ণ দিন, যাতে পাতার উপরে শিশির জমতে পারে। এই অবস্থা সংক্রমণের মাত্রাকে অনেকগুন পর্যন্ত বৃদ্ধি করে।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • রোগ প্রতিরোধক জাত মরশুমের শুরুতেই রোপণ করুন।
  • উদ্ভিদের মাথার উপরে জলসেচ দেওয়া বন্ধ করুন।
  • বাজরার পাশাপাশি জোয়ার ও শিম্ব জাতীয় ফসল চাষ করে ফসল-চক্র অনুসরণ করুন।
  • বাজরা ক্ষেতের পাশে বেগুন গাছ রোপণ করবেন না।
  • ঘাসের মতো আগাছা পরিষ্কার করুন।
  • উদ্ভিদের অবশিষ্টাংশ অপসারণ বা পুড়িয়ে দিয়ে চাষের মাঠের পরিচ্ছন্নতা বজায় রাখুন।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন