অন্যান্য

চিনাবাদামের ফাইলোস্টিকটা রোগ

Nothophoma arachidis-hypogaeae

ছত্রাক

সংক্ষেপে

  • পাতায় হালকা তামাটে বর্ণের ক্ষত সৃষ্টি হয় যা গাঢ় বর্ণের সীমারেখা দিয়ে ঘেরা থাকে।
  • পাতায় সৃষ্ট ক্ষতগুলো ধূসর বর্ণ ধারণ করে ও শুকিয়ে যায়, অবশেষে ঝরে পড়ে, এবং পাতায় গর্ত সৃষ্টি হয় ।

এখানেও পাওয়া যেতে পারে

1 বিবিধ ফসল

অন্যান্য

উপসর্গ

পাতায় বৃত্তাকার থেকে অনিয়মিত হালকা তামাটে বর্ণের ক্ষত সৃষ্টি হয় (১.৫ থেকে ৫ মি.মি.) যা লালচে-বাদামী বর্ণের সীমারেখা দিয়ে ঘেরা থাকে। রোগ বৃদ্ধির সাথে সাথে, পাতায় সৃষ্ট ক্ষতগুলোর কেন্দ্র ধূসর বর্ণ ধারণ করে এবং শুকিয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে অবশেষে পাতা ঝরে পড়ে এবং পাতার গায়ে গর্ত সৃষ্টি হয়ে পাতাকে খসখসে করে দেয়। ক্ষতস্থানগুলো একীভূত হয়ে বৃহদাকার, অনিয়মিত নেক্রোটিক দাগ (পাতার টিস্যু মরে যাওয়ার ফলে সৃষ্ট দাগ) সৃষ্টি করতে পারে। পাতার উভয় পাশের রোগাক্রান্ত কোষে কালো, মরিচের মতো ছত্রাকঘটিত পচা দাগ দেখা যায়।

সুপারিশমালা

জৈব নিয়ন্ত্রণ

দুঃখিত, এখনো পর্যন্ত নোথোফোমা অ্যারাচাইডিস-হাইপোজিয়্যার জন্য কোন বিকল্প দমন পদ্ধতি জানা নেই। যদি আপনাদের কাছে এমন কোন তথ্য থাকে যা এ রোগটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করতে পারে, তবে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের কাছ থেকে এ সম্পর্কে জানার অপেক্ষায় রইলাম।

রাসায়নিক নিয়ন্ত্রণ

সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রনের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। ফাইলোস্টিকটা লিফ স্পট রোগে ক্ষতির পরিমাণ সামান্য, এ কারণে কদাচিৎ ছত্রাকনাশক প্রয়োগের পরামর্শ দেওয়া হয়।

এটা কি কারণে হয়েছে

এ ছত্রাক মাটিতে থেকে যাওয়া রোগাক্রান্ত শস্যের অবশিষ্টাংশে এক বছরের মতো টিকে থাকতে সক্ষম। মাটিতে থেকেই, ছত্রাকটি সাধারণত অন্য রোগে আক্রান্ত বা জমিতে কাজ করার সময়ে উদ্ভিদের ক্ষতিগ্রস্ত (গৌণ সংক্রমণ) ও মরা কোষে সংক্রমণ ঘটায়। এরপর এটি সুস্থ কোষে ছড়িয়ে পড়ে এবং বিশেষ কিছু লক্ষণ প্রকাশ করে। ছত্রাকটির বৃদ্ধি এবং রোগের বিস্তারের জন্য সবচেয়ে উপযোগী অবস্থা হলো ২৫-৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং অম্লত্ব মান ৫.৫ - ৬.৫-এর মধ্যে থাকা। ফাইলোস্টিকটা লিফ স্পট রোগটিকে চীনাবাদামের ক্ষেত্রে মুখ্য রোগ হিসাবে বিবেচনা করা হয় না।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • যতদূর সম্ভব রোগ প্রতিরোধী জাত ব্যবহার করুন।
  • ক্ষেতে কাজ করার সময় যেন গাছগুলো আঘাত না পায় সেদিকে খেয়াল রাখুন।
  • ফসল তোলার পরে উদ্ভিদের অবশিষ্টাংশ অপসারণ করুন এবং পুড়িয়ে ফেলুন।
  • মাটির অম্লত্ব বৃদ্ধি করতে জমিতে চুন প্রয়োগ করুন।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন