মটর

বট্রাইটিস ব্লাইট রোগ

Botrytis cinerea

ছত্রাক

5 mins to read

সংক্ষেপে

  • পাতা, কাণ্ডের ডগা, ফল ও শুঁটির উপর ছত্রাকের অনেক ধূসর মোল্ড দেখা যায় যার ফলে একে দেখতে অষ্পষ্ট মনে হয়।
  • টিস্যুর উপরে চুলের মতো ধূসর গাছের কিছু অংশ বা পুরো গাছ বাদামী বর্ণ ধারন করে নেতিয়ে পড়ে এবং মরে যায়।
  • মাঝে মাঝে কাষ্ঠল গাছের শাখা মরে যায় এবং ক্ষতরোগ দেখা যায়।

এখানেও পাওয়া যেতে পারে

26 বিবিধ ফসল
বাদাম
আপেল
শিম
বাঁধাকপি
আরো বেশি

মটর

উপসর্গ

পাতা, কাণ্ডের ডগা, ফল ও শুঁটির উপর ব্যাপকভাবে মোল্ডের বৃদ্ধি দেখা যায়, যা দেখে এ রোগের লক্ষণ বোঝা যায়। প্রাথমিকভাবে, স্বল্পপরিমানে বিক্ষিপ্ত, পোড়া-বাদামী বর্ণের এবং জল-সিক্ত ক্ষত উদ্ভিদ অংশে প্রদর্শিত হয় যে অংশটুকু মাটির সংস্পর্শে থাকে বা যে অংশ আঘাতপ্রাপ্ত হয়। কোষ কলায় প্রচুর চুলযুক্ত ধূসর-বাদামী ছত্রাকের প্যাচ দেখা যায়। পরবর্তীতে কচি ফল এবং শুঁটিতে মোল্ড দেখা যায় যার ফলে একে দেখতে অষ্পষ্ট মনে হয়। অপরদিকে, ফল সংরক্ষণের সময়ও লক্ষণ দেখা যায়। উভয় ক্ষেত্রেই ব্যাপক ক্ষতি সাধিত হয়। সংবেদনশীল উদ্যান ফসলের জাতের ক্ষেত্রে পাতা এবং কাণ্ডের পচনের ফলে পুরো ফলন নষ্ট হয়ে যেতে পারে (ডাম্পিং-অফ)। মাঝে মাঝে কাষ্ঠল গাছের শাখা মরে যায় এবং ক্ষতরোগ দেখা যায়।

Recommendations

জৈব নিয়ন্ত্রণ

ধূসর মোল্ডের বিরুদ্ধে প্রতিযোগী ছত্রাক ট্রাইকোডার্মা হারজিয়ানাম সংঘটিত জৈব ছত্রাকনাশকের ব্যবহার কার্যকরী। লেটুসে ব্যবহারের জন্য স্ট্রেপ্টোমাইসেস গ্রিসিওভিরিডিস সংঘটিত পণ্যও পাওয়া যায়।

রাসায়নিক নিয়ন্ত্রণ

সম্ভবমতো সমন্বিত বালাই ব্যবস্থার আওতায় জৈবিক দমনের মাধ্যমে রোগ প্রতিরোধের ব্যবস্থা নিন। সাধারণত রাসায়নিক উপাদান ব্যবহার করে রোগ দমন সম্ভব হয় না, কারণ ফল সংগ্রহের সময় এ রোগের লক্ষণ দেখা যায়, ফলে এ সময় রাসায়নিক উপাদান প্রয়োগ করলে ফলের মধ্যে এই রাসায়নিক উপাদানের প্রভাব থেকে যেতে পারে। প্রাথমিক সংক্রমণের ক্ষেত্রে, ক্লোরোথ্যালোনিল ছিটিয়ে ছত্রাকের বিস্তার নিয়ন্ত্রণ করা যেতে পারে। ফ্লুয়াজিনাম বা থিওফেন্টি-মিথাইল সংঘটিত ছত্রাকনাশক ভালো কাজ করে। অতিরিক্ত ছত্রাকনাশক ব্যবহারের ফলে ছত্রাকের প্রতিরোধী ব্যবস্থা ত্বরান্বিত হয় ।

এটা কি কারণে হয়েছে

মাটিতে জন্মানো বট্রাইটিস সিনেরিয়া ছত্রাকের কারণে এ রোগের লক্ষণ দেখা যায়, এদের বৃদ্ধির ফলে পুরো গাছ সংক্রমণের শিকার হয়। আর্দ্র আবহাওয়া, ঘন বৃষ্টি এবং ঠান্ডা তাপমাত্রা উপসর্গের জন্য উপযোগী। ১৫-২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছত্রাকের বৃদ্ধি ঘটে, গাছে উপনিবেশ তৈরী করে এবং রোগের সূচনা করে। সাধারণত লক্ষণ দেখা যায় পাতা বা উদ্ভিদ অংশ মাঠে কাজের সময়ে যান্ত্রিকভাবে বা শিলাবৃষ্টি অথবা তুষারপাতের সময় ক্ষতিগ্রস্ত হয়। নিচের পাতা বেশি আক্রান্ত হয়। অত্যধিক সেচ এবং ঘন শাখা প্রশাখার জন্য অনুকূল পরিবেশে একটি আর্দ্র, ঘন পরিবেশ প্রদান করে যা ছত্রাকের বৃদ্ধির অনুকূল হয়।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • অনুমোদিত সংস্থার সুস্থ চারা ব্যবহার করুন।
  • প্রতিরোধী বা সহনশীল জাত ব্যবহার করুন।
  • আগাম রোপন করুন বা ফসল আগাম-পরিপক্ক হয় এমন জাত ব্যবহার করুন।
  • দুটি গাছের মধ্যবর্তী স্থানে পর্যাপ্ত ফাঁকা জায়গা রাখুন।
  • গাছে পর্যাপ্ত সারি নিশ্চিত করুন এবং গাছকে উপরের দিকে বাড়ার সু্যোগ দিন।
  • ছত্রাকের জীবনচক্রে বাধার সৃষ্টি করতে মালচ্‌ ব্যবহার করুন এবং সংক্রমণের হারকে হ্রাস করুন।
  • বাগানে পর্যাপ্ত জল নিষ্কাশনের ব্যবস্থা নিন এবং অতিরিক্ত জলসেচ পরিহার করুন।
  • নিয়মিত বাগান পরিদর্শন করুন এবং আক্রান্ত গাছ সরিয়ে ফেলুন।
  • বাগানে কাজ করার সময় সর্বাত্মক সতর্কতা অবলম্বন করুন যাতে গাছ আঘাত প্রাপ্ত না হয়।
  • অতিরিক্ত সারের ব্যবহার পরিহার করুন।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন