গম

গমের পাতার মরিচা রোগ

Puccinia striiformis

ছত্রাক

5 mins to read

সংক্ষেপে

  • এ ছত্রাকটি ক্ষুদ্রাকৃতি, মরিচার ন্যায় ফুসকুড়ি তৈরি করে যা চিকন সুতার মত দেখায়।
  • কখনও কখনও কাণ্ড এবং উদ্ভিদের শীর্ষেও এমন ফুসকুড়ি দেখা যেতে পারে।

এখানেও পাওয়া যেতে পারে

2 বিবিধ ফসল
বার্লি
গম

গম

উপসর্গ

গাছের সংবেদনশীলতার উপর রোগের তীব্রতা নির্ভর করে। অসহিষ্ণু জাতগুলোতে এ ছত্রাক, হলুদ থেকে কমলা ("মরিচার ন্যায়") অতি ক্ষুদ্র ফুসকুড়ি তৈরি করে যেগুলো পাতার শিরাগুলোর সমান্তরালে সংকীর্ণ ডোরাকাটা সারিতে সাজানো থাকে। অবশেষে ফুসকুড়িগুলো একত্রিত হয়ে পুরো পাতা ছেয়ে ফেলে যা প্রাথমিকভাবে কচি গম গাছে প্রথম প্রতিভাত হয়। কখনও কখনও কাণ্ড এবং গাছের শীর্ষেও এমন ফুসকুড়ি (ব্যাস ০.৫ মিমি থেকে ১ মিমি) দেখা যেতে পারে। রোগের পরবর্তী পর্যায়ে পাতার উপরে দীর্ঘ, মৃতসদৃশ, হালকা বাদামী ফিতের মত দাগ দৃশ্যমান হয়, যা মরিচার ন্যায় ফুসকুড়ি দিয়ে আবৃত থাকে। গুরুতর সংক্রমণে, গাছের বৃদ্ধি মারাত্মক ভাবে সংকটাপন্ন হয়ে পড়ে এবং কোষকলা ক্ষতিগ্রস্ত হয়। এভাবে পাতার কার্যকর ক্ষেত্র হ্রাস পেলে গমের উৎপাদন, প্রতিটি গাছে ছড়ার সংখ্যা এবং ছড়ায় দানার পরিমান তুলনামূলকভাবে কম হয়। সামগ্রিকভাবে, এ রোগের ফলে গম ফসলের মারাত্মক ক্ষতি হয়ে থাকে।

Recommendations

জৈব নিয়ন্ত্রণ

বাজারে অনেক জৈব-ছত্রাকনাশক পদার্থ পাওয়া যায়। Bacillus pumilus সংঘটিত পণ্যগুলো ৭-১৪ দিন অন্তর অন্তর প্রয়োগ করে ছত্রাকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া যেতে পারে এবং বড় বড় কোম্পানিগুলো তা বাজারজাত করে।।

রাসায়নিক নিয়ন্ত্রণ

সম্ভবমতো, সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। প্রতিরোধের জন্য স্ট্রবিলুরিন শ্রেণীর অন্তর্গত ছত্রাকনাশক পত্রপল্লবে স্প্রে করা হলে তা এ রোগের বিরুদ্ধে কার্যকর সুরক্ষা প্রদান করে। ইতোমধ্যেই সংক্রামিত জমিতে, ট্রায়াজল জাতীয় বা উভয় (ট্রায়াজল + স্ট্রবিলুরিন) ছত্রাকনাশকের মিশ্রণ ব্যবহার করুন।

এটা কি কারণে হয়েছে

পাক্সিনিয়া ট্রাইফরমিস (Puccinia striiformis) নামক একটি পরজীবী ছত্রাক দ্বারা আক্রান্ত হওয়ার জন্য এ রোগের উপসর্গ সৃষ্টি হয় এবং এ ছত্রাকের বেঁচে থাকার জন্য জীবিত উদ্ভিদ উপাদান প্রয়োজন। আক্রান্ত গাছ থেকে ছত্রাকগুটি বায়ুর মাধ্যমে শত শত কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং এ রোগের মহামারী শুরু করতে পারে। ছত্রাক পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদে প্রবেশ করে এবং ধীরে ধীরে পাতার কোষকলার উপরে বাসা তৈরী করে। রোগটি প্রধানত মরসুমের শুরুতে হয়ে থাকে। ছত্রাক এবং সংক্রমণের হার বৃদ্ধির জন্য অনুকূল পরিবেশগুলি হল: উচ্চ উচ্চতা, উচ্চ আর্দ্রতা (শিশির), বৃষ্টিপাত এবং ৭ থেকে ১৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। যখন তাপমাত্রা ক্রমাগত ২১-২৩ ° ডিগ্রি সেন্টিগ্রেড অতিক্রম করে তখন সংক্রমণ বন্ধ থাকে, কারণ এ তাপমাত্রায় ছত্রাকের জীবনচক্র বাধাপ্রাপ্ত হয়। বিকল্প পরাশ্রয় প্রদানকারী ফসল হলো গম, বার্লি এবং রাই।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • সম্ভব হলে রোগ প্রতিরোধী জাতের চাষ করুন।
  • পর্যাপ্ত নাইট্রোজেন সারের প্রয়োগ নিশ্চিত করুন এবং অতিরিক্ত নাইট্রোজেন সারের ব্যবহার এড়িয়ে চলুন।
  • নিয়মিত ক্ষেত দেখাশোনা করুন এবং আশ্রয় প্রদানকারী উদ্ভিদ অপসারিত করুন।
  • ফসল কাটার পরে চাষ দিয়ে ফসলের অবশিষ্টাংশ মাটির গভীরে চাপা দিন/পুঁতে ফেলুন।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন