Puccinia arachidis
ছত্রাক
চীনাবাদামের রাস্ট কমলাটে বাদামী বর্ণের (মরিচারঙা) সূক্ষ্ম ফুস্কুড়ি হিসাবে সাধারণত পাতার নিচের দিকে দেখা দেয়। ফুসকুড়িগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ক্লোরোফিলের অভাবে হলুদ হয়ে যাওয়া বলয় দ্বারা ঘেরা থাকে। এতে পাতা এবং ফসলের বৃদ্ধি গুরুতরভাবে বাধাগ্রস্ত হয়। রোগ বৃদ্ধির সাথে সাথে, মারাত্মকভাবে আক্রান্ত পাতাগুলোর উপরে ও নিচে উভয় পাশেই মরিচাযুক্ত ফুস্কুড়ি দেখা যায়, পাতা হলুদ হয়ে যায় এবং মরিচার মতো দাগে আবৃত হয়, এবং অবশেষে শুকিয়ে যায়। বীজকোষ, কাণ্ড ও পত্রবৃন্তে লম্বাটে, লালচে বাদামী বর্ণের (এবং পরবর্তীতে কালো বর্ণের) ফুস্কুড়ি দেখা দিতে পারে। এর ফলে পাতা ঝরে যেতে পারে। এ রোগের ফলে শুঁটি এবং পশু খাদ্যের ফলন এবং তেলের মান গুরুতর ভাবে হ্রাস পেতে পারে।
বিভিন্ন জৈব দ্রব্যের ব্যবহার সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। স্যালভিয়া অফিসিনালিস (Salvia officinalis) এবং পটেনশিলা ইরেক্টা (Potentilla erecta) উদ্ভিদের নির্যাস প্রয়োগ পাতার উপরে ছত্রাকের বৃদ্ধি রোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। অন্যান্য উদ্ভিদের নির্যাস যেমন তিসির তেল এবং চীনাবাদামের তেলও এ রোগের প্রাদুর্ভাব কমাতে কার্যকর।
সম্ভবমত সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। রোগের পরবর্তী ধাপগুলোতে রাসায়নিক নিয়ন্ত্রন অকার্যকর হতে পারে। যদি ছত্রাকনাশক প্রয়োগ করার প্রয়োজন পড়ে, তবে ম্যানকোজেব (mancozeb), কার্বেনড্যাজিম (carbendazim) অথবা প্রোপিকোনাজোল (propiconazole) সংগঠিত উপাদান স্প্রে করুন। রোগের প্রথম লক্ষণ প্রকাশ পাওয়ার সাথে সাথেই সরাসরি ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে এবং ১৫ দিন পর আবার এ প্রক্রিয়ার পুনরাবৃত্তি করতে হবে।
চীনাবাদামের রাস্ট মাটিতে থেকে যাওয়া ফসলের অবশিষ্টাংশে বা চীনাবাদামজাতীয় অন্যান্য যে সব উদ্ভিদ বিকল্প পরাশ্রয় প্রদানকারী হিসাবে কাজ করে সেসব উদ্ভিদে বেঁচে থাকতে পারে। প্রাথমিক পর্যায়ে চিনাবাদামের নিচের দিকের পাতাগুলোতে ছত্রাকরেণু গঠিত হয়। দ্বিতীয় পর্যায়ে এ রেণু বাতাসের সাহায্যে ছড়িয়ে পড়ে। ছত্রাকটির বৃদ্ধির জন্য অনুকূল আবহাওয়ায় যেমন উষ্ণ তাপমাত্রা (২১ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস) এবং ভেজা ও মেঘাচ্ছন্ন আবহাওয়া (কুয়াশা বা রাতে তীব্র শিশিরপাত) আক্রান্ত দাগগুলো দ্রুত ছড়িয়ে যায়। এতে অঙ্কুর ও শিকড়ের বৃদ্ধিও ব্যাহত হয়, ফলে উদ্ভিদ খর্বাকৃতি হয়। জমিতে উচ্চ মাত্রায় ফসফরাস সার প্রয়োগ চীনাবাদামের রাস্টের বৃদ্ধি কমাতে পারে।