বাজরা

পার্ল মিলেট স্মাট

Moesziomyces bullatus

ছত্রাক

5 mins to read

সংক্ষেপে

  • দানাগুলি সবুজ বর্ণের সোরি (ছত্রাকরেণু পরিপূর্ণ ক্যাপসুল বা খোলক)-তে রূপান্তরিত হয়।
  • পরবর্তীতে ছত্রাক কালো বর্ণে রূপান্তরিত হয়।

এখানেও পাওয়া যেতে পারে

1 বিবিধ ফসল

বাজরা

উপসর্গ

মিলেট শস্যের দানা সবুজ রঙের ছত্রাকরেণু পূর্ণ খোলে রূপান্তরিত হয়। এগুলি দানার থেকে আয়তনে বড় হয় এবং ডিম্বাকার/শাঙ্কবাকার খোলকের মতো দেখতে হয়। রোগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে, ছত্রাকরেণু পরিপূর্ণ খোলকটি কালো বর্ণে রূপান্তরিত হয়।

Recommendations

জৈব নিয়ন্ত্রণ

দুঃখিত, মোজিওমাইসেস বুলাটাস-র[Moesziomyces bullatus ] বিরুদ্ধে কোন বিকল্প প্রতিষেধক ব্যবস্থার কথা আমরা জানি না। এই রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করবে এমন কোন ব্যবস্থার কথা জানা থাকলে অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা আপনার কাছ থেকে শুনতে চাই।

রাসায়নিক নিয়ন্ত্রণ

অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে, রাসায়নিক প্রতিরোধ ব্যবস্থা লাভজনক নয়।

এটা কি কারণে হয়েছে

বীজের মাধ্যমে এই রোগ ছড়িয়ে যায়।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • রোগ প্রতিরোধক জাত যেমন WC-C75, ICMS 7703, ICTP 8203, ও ICMV 155 বা সুস্থ তরতাজা বীজ ব্যবহার করুন।
  • নাইট্রোজেন সারের অতিরিক্ত প্রয়োগ পরিহার করুন।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন