বাজরা

পার্ল মিলেট এরগট

Claviceps fusiformis

ছত্রাক

5 mins to read

সংক্ষেপে

  • বাজরার শীষের মাথায় ঘিয়ে গোলাপী থেকে লাল রঙের তরল (শর্করা জাতীয় মধুর মতো ঘন তরল) দেখা যায়।
  • কালো স্ক্লেরোটিয়া বা এরগট বাজরার দানার শস্য অংশকে প্রতিস্থাপিত করে।

এখানেও পাওয়া যেতে পারে

1 বিবিধ ফসল

বাজরা

উপসর্গ

সংক্রমিত ফুল থেকে শীষের মাথায় গোলাপী থেকে লাল রঙের তরলের ক্ষরণ দেখা যায় (শর্করা জাতীয় মধুর মতো ঘন তরল)। এ তরল পাতা বেয়ে গড়িয়ে মাটিতে পড়ে। এ তরলে অত্যধিক মাত্রায় কনিডিয়া থাকে। সংক্রমিত ফুল থেকে শস্য উৎপাদন হয় না। কালো রঙের ছত্রাক বীজের স্থান দখল করে।

Recommendations

জৈব নিয়ন্ত্রণ

বাজরা ফসলে এরগটের আক্রমণ কমাতে জৈব দমন ব্যবস্থা আশানুরূপ ফল দেয়। ভুট্টার শীষে ফুলের আগমন ঘটাতে ট্রাইকোডার্মা হারজিয়ানাম, টি. ভিরিডি, অ্যাসপারজিল্লাস নিগার, এপিকোক্কাম অ্যান্ড্রোপোগোনিস ও ব্যাসিলাস সাবটাইলিস স্প্রে করা যেতে পারে। অশোধিত নিম থেকে প্রস্তুত দ্রব্য ব্যবহার করা যেতে পারে।

রাসায়নিক নিয়ন্ত্রণ

সম্ভবমতো সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। সীমিত কার্যকারিতার জন্যে এবং অর্থনৈতিক কারণে, রাসায়নিক দমন ব্যবস্থায় উৎসাহ দেওয়া হয় না। জিরাম (Ziram) বা কার্বেনডাজিম (Carbendazim) সমৃদ্ধ ছত্রাকনাশক এরগটকে নিয়ন্ত্রণ ও প্রতিহত করতে ব্যবহার করা যেতে পারে।

এটা কি কারণে হয়েছে

ক্ল্যাভিসেপস ফিউসিফরমিস নামক ছত্রাকের কারণে এই লক্ষণ দেখা যায়। সংক্রমণের ৫ থেকে ৭ দিন পরে, উদ্ভিদ থেকে মধু নিঃসৃত হতে থাকে। এ মধু ফুলে দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঘটায়। পরাগরেণু বৃষ্টি, বাতাস ও কীটপতঙ্গের মাধ্যমে ছড়িয়ে যেতে পারে। একবার পেটে চলে গেলে এরগট মানুষ ও প্রাণীদের পক্ষে মারাত্মক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যাকে ডেকে আনতে পারে। উদ্ভিদের অবশিষ্টাংশের মধ্যে এ ছত্রাক বছর জুড়ে টিকে থাকতে পারে। এ ছত্রাকের সংক্রমণের অনুকূল পরিস্থিতি হলো আপেক্ষিক আর্দ্রতাযুক্ত আবহাওয়া ও ২০ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • সঠিক বীজ শোধন পদ্ধতি অনুসরণ করলে ছত্রাকঘটিত রোগ ছড়ানোর জন্যে দায়ী সমস্ত ধরনের স্ক্লেরোটিল অংশকে প্রতিস্থাপিত করে।
  • বৃষ্টিস্নাত আবহাওয়ায় আগাম রোপণ করুন।
  • সুষম পুষ্টিগুণ সরবরাহ নিশ্চিত করুন (কম মাত্রার নাইট্রোজেন ও উচ্চ মাত্রার ফসফরাস)।
  • জমিকে আগাছামুক্ত করুন।
  • চাষের জমিতে থাকা উদ্ভিদের অবশিষ্টাংশ গভীর কর্ষণ করে মাটির নিচে পুঁতে দিন যা স্ক্লেয়োরিটার অঙ্কু্রোদ্গমকে প্রতিহত করে এবং ছত্রাকের পুনরায় ছড়িয়ে পড়া রোধ করে।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন