Phytophthora cactorum
ছত্রাক
গোড়া পচা রোগে আক্রান্ত হলে, একটা পাতা বাদামী হয়ে যেতে শুরু করে। মধ্যবর্তী স্থানে থাকা পাতা থেকে শুরু হয়ে গাছের উপরের অংশ ক্রমশঃ শুকিয়ে যেতে থাকে এবং শেষপর্যন্ত গাছ মারা যায়। শিকড়ের মধ্যবর্তী স্থানে আপনি পরিষ্কারভাবে একটা স্থানে লালচে বাদামী পচনশীল ক্ষত দেখতে পাবেন। এ পচনশীল ক্ষত গাছকে জল সংগ্রহ করতে বাধার সৃষ্টি করে। বসন্তকালে যখন গাছ ফুল ও কুঁড়িতে ভরে ওঠে তখন গাছের গোড়া পচা রোগের উপসর্গগুলির আবির্ভাব ঘটে। সুস্থ স্বাভাবিক গাছ ঠিক রোগাক্রান্ত গাছের পাশেই বেড়ে ওঠে যা এ রোগের অদ্ভুত একটা বিশেষত্ব। উষ্ণ বসন্তকালীন আবহাওয়ায়, ৪ থেকে ৬ সপ্তাহ পরে প্রথম ক্ষতির আভাস পাওয়া যায়।
সরাসরি কোন নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োগ করা সম্ভব নয়। রোগ প্রতিরোধী ব্যবস্থা গ্রহণ করে সংক্রমণ এড়িয়ে চলুন।
সম্ভবমতো সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। এ রোগ প্রতিরধের জন্য মেফেনোক্সাম (Mefenoxam) ও মেটালাক্সিল (Metalaxyl) ছত্রাকনাশক রোগাক্রান্ত স্থানে ড্রিপ পদ্আধতিতে জলসেচের মাধ্যমে প্রয়োগ করুন।
গাছের গোড়া পচা রোগ ফাইটোফথোরা ক্যাকটোরাম (Phytophthora Cactorum) ছত্রাকের আক্রমণে ঘটে থাকে এবং এ ছত্রাক মাটিতে বছরের পর বছর ধরে টিকে থাকতে পারে। এদের ছত্রাকরেণু জল এবং বৃষ্টির ফোঁটার মাধ্যমে ছড়িয়ে যায়। গাছের গোড়ায় জল জমে থাকা গাছের গোড়া পচা রোগের একটা সাধারণ কারণ।