Sclerospora graminicola
ছত্রাক
জাতভেদে ডাউনি মাইল্ডিউ রোগের লক্ষণ ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে। এ ধরনের রোগ কে সবুজ খোলস রোগও বলা হয়, যেহেতু উদ্ভিদটির ফুলের অংশ পাতার ন্যায় কাঠামোতে রূপান্তরিত হয় ।
সংক্রামিত গাছ দ্রুত অপসারন করুন ।
বীজ বাহিত দূষণ রোধে ক্যাপটান , ফ্লুডিওক্সোনিল, মেটাল্যাক্সিল / মেফেনোক্সাম বা থাইরামের মত ছত্রাকনাশক দ্বারা বীজ পরিশোধিত করুন। এগুলো সরাসরি ডাউনি মাইল্ডিউ দমনে ব্যবহার করুন ।
ডাউনি মাইল্ডিউ-এর রেণু মাটিতে , সংক্রামিত বীজ ও ফসলের অবশিষ্টাংশে জীবিত থাকতে পারে। ছত্রাক রেণু ভূগর্ভে জলের মাধ্যমে এবং ভূমির উপরে বাতাস বা জলের মাধ্যমে বাহিত হতে পারে।