বাজরা

বাজরাতে ডাউনি মাইল্ডিউ রোগ

Sclerospora graminicola

ছত্রাক

সংক্ষেপে

  • ফুলের অংশ পাতার ন্যায় কাঠামো প্রদর্শন করে।
  • পাতার নিম্নাংশে ছত্রাক বিস্তার লাভ করে।
  • পাতার উপর হলুদ দাগ দেখা যায়।
  • কোন ধরনের শীষ উৎপন্ন হয় না।

এখানেও পাওয়া যেতে পারে

1 বিবিধ ফসল

বাজরা

উপসর্গ

জাতভেদে ডাউনি মাইল্ডিউ রোগের লক্ষণ ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে। এ ধরনের রোগ কে সবুজ খোলস রোগও বলা হয়, যেহেতু উদ্ভিদটির ফুলের অংশ পাতার ন্যায় কাঠামোতে রূপান্তরিত হয় ।

সুপারিশমালা

জৈব নিয়ন্ত্রণ

সংক্রামিত গাছ দ্রুত অপসারন করুন ।

রাসায়নিক নিয়ন্ত্রণ

বীজ বাহিত দূষণ রোধে ক্যাপটান , ফ্লুডিওক্সোনিল, মেটাল্যাক্সিল / মেফেনোক্সাম বা থাইরামের মত ছত্রাকনাশক দ্বারা বীজ পরিশোধিত করুন। এগুলো সরাসরি ডাউনি মাইল্ডিউ দমনে ব্যবহার করুন ।

এটা কি কারণে হয়েছে

ডাউনি মাইল্ডিউ-এর রেণু মাটিতে , সংক্রামিত বীজ ও ফসলের অবশিষ্টাংশে জীবিত থাকতে পারে। ছত্রাক রেণু ভূগর্ভে জলের মাধ্যমে এবং ভূমির উপরে বাতাস বা জলের মাধ্যমে বাহিত হতে পারে।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • ছত্রাকনাশক দিয়ে নিয়মিত বীজ পরিশোধিত করুন।
  • আরো বেশী করে রোগ প্রতিরোধী জাত ব্যবহার করুন।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন