যত্ন
ধান সাধারণত এক বর্ষজীবী ফসল হিসাবে চাষ করা হয়। এটি একটি শ্রম-নির্ভর ফসল এবং ধান চাষে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। এক্ষেত্রে ১৬-২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আদর্শ হিসেবে ধরা হয়। বীজ বপন থেকে ফসল কাটার মধ্যবর্তী সময় ৯০ থেকে ১২০ (বা তার বেশি) দিন প্রয়োজন হয়।
মাটি
পলি মাটি এবং নদীর অববাহিকায় উর্বর বেলে মাটি ধান চাষের জন্য সবচেয়ে উপযুক্ত। । তবে এ ফসলটি বহুমুখী এবং ধান মিশ্র জমিতে বা দো-আঁশ এবং এঁটেল মাটিতেও যথেষ্ট পরিমাণে পানি ও সার পাওয়া সাপেক্ষে চাষ করা সম্ভব।
জলবায়ু
১৬-২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ১০০-২০০ সেন্টিমিটার বৃষ্টিপাত ধান চাষের জন্য আদর্শ ধরা হয়। তবে, ফসল কাটার সময় বৃষ্টিপাত ক্ষতিকর। ২৪ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি বার্ষিক তাপমাত্রাকে আদর্শ হিসেবে বিবেচনা করা হয় । অঙ্কুরোদগমের জন্য বীজের সুপ্তাবস্থা ভাঙ্গতে ধানের বীজ একটি নির্দিষ্ট পরিমাণ সময় জল শোষণ করতে ভিজিয়ে রাখতে হয়।