যত্ন
অড়হর বীজ থেকে চাষ করা হয়। এই ফসলকে প্রায়শই জোয়ার, চীনাবাদাম, তুলা, বাজরা বা ভুট্টার সঙ্গে চাষ করা হয়। অড়হর নাইট্রোজেন সারের প্রতি সামান্য সংবেদনশীল। অবস্থান ও বপনের তারিখের উপরে নির্ভর করে গাছে প্রথম ফুল আসতে ন্যূনতম ১০০ দিন থেকে ৪৩০ দিন পর্যন্ত সময় লাগে। অড়হর ফসলের জন্য সাধারণত খুব বেশী সারের প্রয়োজন হয় না, যাইহোক এ উদ্ভিদ সালফারের অভাবযুক্ত মাটিতে সালফার প্রয়োগ করলে সালফারকে ভালো গ্রহণ করে।
মাটি
অড়হর উদ্ভিদ মাটির বিভিন্ন অবস্থা ও ধরনের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম। এই ফসলের পক্ষে উপযুক্ত শর্ত হলো জমির উত্তম নিষ্কাশন ক্ষমতা থাকতে হবে এবং মাটির প্রকৃতি হবে মাঝারি-ভারী দোআঁশ মাটি, তবে জলাবদ্ধ জমি এই ফসলের জন্য ক্ষতিকর।
জলবায়ু
অড়হর খরা প্রতিরোধী এবং বার্ষিক বৃষ্টিপাতের পরিমান ৬৫০ মিমি.-র কম এমন অঞ্চলেও তা চাষ করা যেতে পারে। এর চাষের জন্য আদর্শ তাপমাত্রা হলো ১৮ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এটি জলাবদ্ধতা ও তুষারপাতের প্রতি সংবেদনশীল। মাটির তাপমাত্রা অড়হর ফসলের অঙ্কুরোদ্গমকে প্রভাবিত করতে পারে। যদি মাটিতে সরাসরি বীজ বপন করা হয়, অড়হর দুই সপ্তাহের মধ্যে ৬০ ডিগ্রি ফারেনহাইট মৃত্তিকা তাপমাত্রায় অঙ্কুরিত হবে।