যত্ন
শসা গ্রীষ্ম মরশুমের একটি বর্ষজীবি উদ্ভিদ। এটি একটি লতিয়ে চলা গাছ যেটি সারা ভারতে গ্রীষ্মের সবজি হিসাবে ব্যবহার করা হয়। শসা ফল কাঁচা খাওয়া হয় বা স্যালাড হিসাবে বা সবজির মতো রান্না করে ব্যবহার করা হয়। স্বাস্থ্যের পক্ষে উপকারী এমন তেল নিষ্কাশনের কাজে শসার বীজ ব্যবহৃত হয়।
মাটি
জৈব পদার্থে সমৃদ্ধ ও উত্তম নিষ্কাশন ব্যবস্থা সম্পন্ন বেলে দোআঁশ মাটি শসা চাষের জন্য উপযুক্ত এবং সেইসঙ্গে ৬.৫-৭.৫ মাত্রার pH মাটিতে থাকলে তা আদর্শ হয়। উচ্চ ফলনের জন্য মাটিতে জৈব কম্পোস্ট বা খামারজাত সার যোগ করে নিশ্চিত হয়ে নিন যে মাটিতে যথেষ্ঠ পরিমান জৈব পদার্থ আছে।
জলবায়ু
ফসলের জন্য প্রয়োজন মাঝারি ধরনের উষ্ণ তাপমাত্রা, আদর্শ হলো ২০ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অতিরিক্ত আর্দ্রতা পাউডারি মিল্ডিউ ও ডাউনি মিল্ডিউ ধরনের রোগ আমন্ত্রণ করে আনে। তুষারপাত ফসলের পক্ষে অনুপযুক্ত হয়।