যত্ন
ফসল রোপনের পূর্বে প্রায় ৩৫ সেমি গভীরতায় চাষ দেয়া বাঞ্ছনীয়। এটি মাটির মধ্যে থাকা ফসলের অবশিষ্টাংশ মাটিতে মিশতে সাহায্য করে যা মাটির উর্বরতা বৃদ্ধি করে। নিয়মিত আগাছা পরিষ্কার করুন, এবং ফসল কাটার পর পরবর্তী বসন্তে বপনের জন্য জমি খালি ও আগাছা মুক্ত রাখতে জমিতে একটি শেষ চাষ দিন। বীজ ৪-৫ সেন্টিমিটার গভীরতায় বপন করা ভাল। হেক্টর প্রতি ২৫ কেজি তুলো বীজ ব্যবহার করার সুপারিশ করা হয়। প্রতি হেক্টরে প্রায় ২০০ কেজি সুষম সার প্রয়োগ করুন। বপন সারিতে বীজ থেকে বীজের দূরত্ব ৭.৫ সেন্টিমিটার বজায় রাখুন। তুলোর জমিতে হেক্টর প্রতি ১-২ টি সুস্থসবল মৌচাক স্থাপন করা উপকারী। অল্প বৃষ্টিপাত সম্পন্ন এলাকায়, তুলোর বীজ বপনের আগে এবং গুঁটি বের হওয়া থেকে পাকা পর্যন্ত জল সেচ প্রদান করুন।
মাটি
তুলা প্রায় সব ধরনের মাটিতে জন্মাতে পারে, তবে মাটির উত্তম জল নিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে। যা’হোক, আশানুরূপ ফলন পাওয়ার জন্য বেলে দোআঁশ মাটির সাথে যথেষ্ট কাঁদা মাটি, জৈব পদার্থ এবং পরিমিত পরিমাণে নাইট্রোজেন ও ফসফরাস থাকা জরুরী। জল নিষ্কাশনের সুবিধার জন্য একটি সরল ঢাল থাকা ভালো। তুলা ফসলের সঠিক বৃদ্ধির জন্য মাটিতে অম্লমাত্রা ৫.৮ থেকে ৮ প্রয়োজন, তবে ৬ থেকে ৬.৫ মাত্রার অম্লতা সর্বোত্তম।
জলবায়ু
তুলো ফসলের সর্বোত্তম বৃদ্ধির জন্য তুষার-মুক্ত একটি দীর্ঘ সময়কাল, প্রচুর তাপ এবং সূর্যের রোদ প্রয়োজন হয়।৬০ সেন্টিমিটার থেকে ১২০ সেমি এর মাঝারি বৃষ্টিপাতসহ, উষ্ণ এবং আর্দ্র জলবায়ু তুলোর জন্য খুবই উপযোগী। মাটির তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস এর কম থাকলে অল্প পরিসরে তুলো বীজ অঙ্কুরিত হবে। সর্বাধিক বৃদ্ধির সময়, বায়ুর আদর্শ তাপমাত্রা ২১-৩৭ ডিগ্রি সেলসিয়াস হওয়া উচিত। অধিকাংশ তুলো গাছ ব্যাপক ক্ষতি ছাড়া স্বল্প সময়ের জন্য ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় বেঁচে থাকতে পারে। ফসল পরিপক্ক হওয়ার সময় (গ্রীষ্মকালে) এবং ফসল কাটার সময় (শরৎকাল) বৃষ্টিপাত বেশি হলে তুলোর ফলন কমে যায়।