৩৩ দিন হলো ধান রোপন হয়েছে কিছু জায়গায় গড়া পচা রোগ দেখা দিয়েছে. পতা লালচে আর ছোপ ছোপ দেখা যাবে. গাছ নরম আর পাতা লেতিয়ে আছে. গাছের কা মোটা হয়নি
পাতায় লালচে গোল গোল ছোপ ছোপ দাগ দেখা দিয়েছে, কিছু গাছের সিকড় কালো হয়ে গেছে, পাতা লেতিয়ে আছে, কা মোটা হয় নি ৩৩ দিন পর
Sali
413233
4 বছর আগে
Swarup কোন কীটনাশক ব্যবহার করেছেন?
Swarup
32
4 বছর আগে
Ha 33 দিনের মাথায় গড়াপচা আটকানোর জন্য সার দোকানি আকাশি কালারের পাউডার 200গ্রাম +2কেজি ইউরিয়া+4 কেজি ডি.এ. পি দিয়ে ছড়ানো হয়েছে এবং একই দিনে ১ ঘন্টার পার্থক্যে কিটানাশ ৬০ এম.এল. ২ কেজি বালির সাতে মিসিয়ে ছড়ানো হয়েছে ( ১০.২৬ সার দিয়ে রোপন করে ছিলাম চাপসনে ডি.এ.পি দেওয়া হয়নি তাই দিয়েছি) চিন্তা য় আছি প্রথম চাষের জমির মাটি তে পা দিয়েছি . তাই যে যা বলছে তাই করছি.. আমাদের এখানে ৭২ ডেসিমেল এ ১ বিঘা আমার জমীর পরিমান ৬ কাটা বা ১৮ ডেসিমেল.
7679827836-
920
4 বছর আগে
Swarup আপনি WhatsApp করুন আমাকে
Sali
413233
4 বছর আগে
Swarup আপনার ধানের বয়স ৩৩ দিন হয়েছে। আশা করি ভালো দেখাচ্ছে ধানের চেহারা। যে সব সার দিয়েছেন তা সঠিক আছে। তবে এখন ফুরাডান (Carbofuran 5G) দিতে হবে। আমি নিচের পোস্ট এ বিস্তারিত দিচ্ছি কিভাবে ধান ক্ষেতের যত্ন নিবেন।
Sali
413233
4 বছর আগে
Swarup ধানে সার কীটনাশক প্রয়োগ বিধি ধান লাগানোর আগেই চাষের সময়, TSP, MoP, Gypsum, Zinc, Boron এবং Magnesium দিতে হয়। Gypsum দিলে থিওভিট দেয়ার প্রয়োজন নেই ধান লাগানোর ১৫ দিন পর ইউরিয়া সার ছিটিয়ে দিন এতে শিকড় সুস্থ থাকে এবং কুশি ভালো গজায়। ৩৫, এবং ৫০ দিন পর আবার ইউরিয়া সার ছিটিয়ে দিন। ৫৫ দিন বয়স থেকে ৭০ দিন বয়স পর্যন্ত জমিতে ৪" পানি ধরে রাখতে হবে। তা না হলে কিছু ধান চিটা হবে। ধানের ২০- ৩০ দিন এবং ৪২-৪৫ দিন বয়স হলে ২ বার Carbofuran ছিটিয়ে দিন। এতে মাজরা পোকা এবং নেমাটোড দমন করা সহজ হয়।
Sali
413233
4 বছর আগে
Swarup Carbofuran 5G না দিলে কিছু দিনের ভিতর মাজ রা পোকার আক্রমণ হবে এবং তখন Carbofuran দিলে কোন কাজ হবে না। কাজেই এখনি সময় আপনি ফুরাডান দানা প্রয়োগ করতে পারেন। ধানের হলুদ মাজরা পোকা, এই লিংক এ ক্লিক করলে বিস্তারিত জানতে পারবেন কিভাবে মাজরা পোকার আক্রমণ দমন করতে হবে।
আপনার তরফ থেকে কি প্রশ্ন করার আছে?
সবথেকে বৃহত্তম কৃষি সংক্রান্ত অনলাইন কমিউনিটিতে এখনই যোগ দিন আর আপনার প্রয়োজনানুযায়ী সাহায্য পান!
এখন বিনামূল্যে প্ল্যান্টিক্স অ্যাপস ডাউনলোড করুন!ধনঞ্জয়
109
4 বছর আগে
জমির জল কমিয়ে দিয়ে কার্বেন্ডাজিম মানকোজেব +হিউমিক অ্যাসিড যুক্ত ভিটামিন গাছ ও মাটি ভিজেয়ে স্প্রে করুন