ধানের পাতায় চিকন বাদামী দাগ রোগ - ধান

ধান ধান

S

সার দেওয়ার পরেও ধানের পাতা লালচে কেন?

ধান সার দেওয়ার পরেও কালো হচ্ছে না।

1তিরস্কার করুন
S

Shakil Ahammed ধানে সার প্রয়োগ বিধি ধান লাগানোর আগেই চাষের সময়, TSP, MoP, Gypsum, Zinc, Boron এবং Magnesium দিতে হয়। Gypsum দিলে থিওভিট দেয়ার প্রয়োজন নেই। ধান লাগানোর ১৫ দিন পর ইউরিয়া সার ছিটিয়ে দিন এতে শিকড় সুস্থ থাকে এবং কুশি ভালো গজায়। ৩৫, এবং ৫০ দিন পর আবার ইউরিয়া সার ছিটিয়ে দিন। ৫৫ দিন বয়স থেকে ৭০ দিন বয়স পর্যন্ত জমিতে ৪" পানি ধরে রাখতে হবে। তা না হলে কিছু ধান চিটা হবে। ২১- ৩০ দিন এবং ৪২-৪৫ দিন বয়স হলে ২ বার Carbofuran ছিটিয়ে দিন। এতে মাজরা পোকা এবং নেমাটোড দমন করা সহজ হবে।

5তিরস্কার করুন
S

মনে হয় আপনার ধান ক্ষেতে Narrow Brown Leaf Spot of Rice এর আক্রমণ হয়েছে। সবুজ লিংক এ ক্লিক করলে এ রোগ দমনের জন্য বিস্তারিত জানতে পারবেন।

5তিরস্কার করুন

আপনার তরফ থেকে কি প্রশ্ন করার আছে?

সবথেকে বৃহত্তম কৃষি সংক্রান্ত অনলাইন কমিউনিটিতে এখনই যোগ দিন আর আপনার প্রয়োজনানুযায়ী সাহায্য পান!

এখন বিনামূল্যে প্ল্যান্টিক্স অ্যাপস ডাউনলোড করুন!

প্ল্যান্টিক্স সারা পৃথিবী জুড়ে কৃষি সংক্রান্ত পদ্ধতির উন্নতিসাধন করতে চাষীভাইদের সাহায্য করে।

প্ল্যান্টিক্স সম্পর্কে আরও বেশী করে জানুন
উত্তর বিভাগে যান