ছাতরা পোকা - আম

আম আম

A

আম গাছে নিয়মিত কি কি কীটনাশক ব্যবহার করবো?

আমি নতুন আম গাছ রোপণ করেছি দুই দিন হলো, নার্সারী থেকে কিনেছি আট প্রকার জাতের। এখন নিয়মিত কি কি কীটনাশক ব্যবহার করবো? গাছগুলো পাতায় পোকামাকড় আছে মিনে হয়! আমি নতুন বাগানি।

প্রশংসা করুনতিরস্কার করুন
A

আপনার গাছে ছাতরা পোকা এর আক্রমণ লক্ষ করা যাচ্ছে। নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করুন। 👉✋ হাত দিয়ে ডিম বা বাচ্চার গাদা সংগ্রহ করে ধ্বংস করতে হবে। 👉/ডিটারজেন্ট(অল্প পরিমাণ) পানির সাথে মিশিয়ে স্প্রে করুন এবং তার সাথে সাথেহাত দিয়ে পিষে মেরে ফেলুন। জৈব বালাইনাশক নিমবিসিডিন (০.৪%) ব্যবহার করতে হবে।

প্রশংসা করুনতিরস্কার করুন
A

Abdullah Al Zubaer গুণগতমানসম্পন্ন আম উৎপাদনের জন্য নিম্নলিখিত কার্যক্রমসমূহ বাস্তবায়ন করা প্রয়োজন: মুকুল আসার পর (জানুয়ারি - মার্চ) মুকুল বের হওয়ার পর কিন্তু ফুল ফোটার আগে হপার পোকা দমনে অনুমোদিত কীটনাশক ও অ্যানথ্রাকনোজ রোগ দমনে অনুমোদিত ছত্রাকনাশক একত্রে মিশিয়ে প্রথমবার ও এক মাস পর দ্বিতীয়বার স্প্রে করতে হবে। এ সময় বৃষ্টি হলে মাটির আর্দ্রতা বুঝে সেচ দিতে হবে। ফল ধারণের পর (ফেব্রুয়ারি - মে) আমের আকার মটরদানার মতো হলে ফল ঝরা রোধে প্রতি লিটার পানিতে ২ গ্রাম জিংক+২গ্রাম সলুবোরন মিশিয়ে ফল মটরদানা অবস্থায় একবার এবং মার্বেল আকৃতির হলে দ্বিতীয় বার স্প্রে করতে হবে। প্রাথমিক পর্যায়ে আমের উইভিল ও ফলছিদ্রকারী পোকা দমনের জন্য অনুমোদিত কীটনাশক মধ্য মার্চ হতে ১৫ দিন পর পর ২/৩ বার স্প্রে করতে হবে। ফল ছিদ্রকারী পোকা প্রতিরোধের জন্য ব্যাগিং পদ্ধতি ব্যবহার করতে হবে । ফল সংগ্রহ (মে - সেপ্টেম্বর) আম পরিপক্ক হলে গাছ থেকে এমনভাবে পাড়তে হবে যেন কোনো আঘাত না লাগে। অল্প (১ - ২ ইঞ্চি) বোটাসহ আম সংগ্রহ করতে হবে এবং আম কিছুক্ষণ উপুড় করে আঠা ঝরিয়ে নিতে হবে। 👉আম পাড়ার ১৫/২০ দিন পূর্বে আম গাছে কোনো প্রকার কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করা যাবে না। মুকুল আসার আগে (জুন - ডিসেম্বর) বর্ষার শেষে এবং ফল সংগ্রহের পর গাছের শুকনো, মরা, রোগাক্রান্ত ও দুর্বল ডালপালা ও পরগাছা কেটে গাছ পরিষ্কার করতে হবে এবং সে স্থানে বোর্দো পেস্ট(প্রতি ১০০ মিলিলিটারে 2.5 গ্রাম তুতে + 2.5 গ্রাম চুন মিশিয়ে তৈরি করা পেস্ট)বা কপার জাতীয় ছত্রাকনাশকের প্রলেপ দিতে হবে। সেপ্টেম্বর মাসের ১৫ - ৩০ তারিখের মধ্যে গাছের বয়স অনুসারে নির্ধারিত মাত্রায় (জৈবসার, টি এসপি, জিপসাম, জিংক সালফেট এবং সলুবোরন এবং ইউরিয়া ও এমওপি সার) প্রয়োগ করতে হবে।

2তিরস্কার করুন
S

Abdullah Al Zubaer মনে হচ্ছে, সাদা রঙের পোকা আছে। Mealybug এর আক্রমণ থাকতে পারে। কি পরিমাণ গাছে এমন হয়েছে? উপরের সবুজ লিংক এ ক্লিক করলে প্লান্টিক্স লাইব্রেরি থেকে বিস্তারিত জানতে পারবেন কিভাবে এ রোগ দমনের জন্য ব্যবস্থা নিবেন। তাই, এই সবুজ লিংক এ বা লেখার উপর ক্লিক করুন এবং প্লান্টিক্স লাইব্রেরি থেকে বিস্তারিত জানুন এবং এর পর কোন প্রশ্ন থাকলে আবার জিজ্ঞাসা করুন।

2তিরস্কার করুন

আপনার তরফ থেকে কি প্রশ্ন করার আছে?

সবথেকে বৃহত্তম কৃষি সংক্রান্ত অনলাইন কমিউনিটিতে এখনই যোগ দিন আর আপনার প্রয়োজনানুযায়ী সাহায্য পান!

এখন বিনামূল্যে প্ল্যান্টিক্স অ্যাপস ডাউনলোড করুন!

এই প্রশ্নটি যে প্রসঙ্গে:

ছাতরা পোকা

ফসলের এই ছত্রাকঘটিত রোগটি কিভাবে দমন করতে হয় তা জানুন!

আম

ফলন বৃদ্ধি করতে আপনার ফসল সম্পর্কে সমস্তকিছু জানুন!

প্ল্যান্টিক্স সারা পৃথিবী জুড়ে কৃষি সংক্রান্ত পদ্ধতির উন্নতিসাধন করতে চাষীভাইদের সাহায্য করে।

প্ল্যান্টিক্স সম্পর্কে আরও বেশী করে জানুন

প্ল্যান্টিক্স সারা পৃথিবী জুড়ে কৃষি সংক্রান্ত পদ্ধতির উন্নতিসাধন করতে চাষীভাইদের সাহায্য করে।

প্ল্যান্টিক্স সম্পর্কে আরও বেশী করে জানুন
উত্তর বিভাগে যান