কিভাবে আমরা এই আম পচে যাওয়া থেকে রক্ষা করবো?????
আমাদের গাছের আম পাকার ঠিক আগের মুহূর্তে আমাদের আম এ এক কালো দাগ পড়ছে এবং সেখান থেকে আসতে আসতে পচা রস পড়ছে, অবশেষে আমটি নষ্ট হয়ে যাচ্ছে... গাছের প্রায় প্রত্যেক আমই এরকমই ভাবে নষ্ট হয়ে যাচ্ছে.... কী করে আমরা আই আম এর রোগ থেকে মুক্তি পাব??? Please help us!!!!!
Zahirul
43040
4 বছর আগে
Kalyan Mondal আমের মাছি পোকা এর আক্রমণের কারনে এমনটা হতে পারে। বিস্তারিত জানার জন্য সবুজ লিংকটি ক্লিক করুন। ধন্যবাদ।
আপনার তরফ থেকে কি প্রশ্ন করার আছে?
সবথেকে বৃহত্তম কৃষি সংক্রান্ত অনলাইন কমিউনিটিতে এখনই যোগ দিন আর আপনার প্রয়োজনানুযায়ী সাহায্য পান!
এখন বিনামূল্যে প্ল্যান্টিক্স অ্যাপস ডাউনলোড করুন!Kalyan
6
4 বছর আগে
এই সমস্যা থেকে রক্ষা পেতে কী দেওয়া যেতে পারে... দয়া করে বলুন!!
Zahirul
43040
4 বছর আগে
Kalyan Mondal নিম্নের ব্যবস্থাপনা গ্রহণ করুন - গাছে আম সম্পূর্ণ পাকার আগেই পেড়ে আনতে হবে। আক্রান্ত আম সংগ্রহ করে মাটির নিচে গভীর গর্ত করে পুঁতে ফেলতে হবে। প্রতি ১০০ গ্রাম পাকা আমের রসের সাথে ৫ গ্রাম সেভিন মিশিয়ে বিষটোপ বানিয়ে এ বিষটোপ বাগানে রেখে মাছিপোকা দমন করা যেতে পারে। সাইপারমেথ্রিন (প্রতি লিটার পানিতে ১ মিলি) বা কার্বারিল (প্রতি লিটার পানিতে ১ গ্রাম) গ্রুপের কীটনাশক স্প্রে করলেও ভালো ফলাফল পাওয়া যায়। আম পাকার আগে যখন পূর্ণ বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন ডিপটেরেক্স চা চামুচের ৪ চামচ ৮.৫ লিটার পানিতে মিশিয়ে ৭ দিন পর পর দুই বার স্প্রে করতে হবে। অথবা ডায়াজিনন ৫০ ইসি ২মিলি/লিটার পানিতে মিশিয়ে ফলে স্প্রে করতে হবে (ওই সময়ে ফল খাওয়া যাবে না)। আম পরিপক্ব ও পাকার মৌসুমে আম বাগানে ব্লিচিং পাউডার প্রতি লিটার পানিতে ৫ গ্রাম হারে স্প্রে করা যেতে পারে। সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করা যেতে পারে। এতে প্রচুর পুরুষ পোকা মারা যাবে এবং বাগানে মাছি পোকার আক্রমণ কমে যাবে। আম পরিপক্ব হওয়ার সময় প্রতিটি আম কাগজ (ব্রাউন পেপার) দ্বারা মুড়িয়ে দিলে আমকে মাছি পোকার আক্রমণ থেকে রক্ষা করা যাবে। ধন্যবাদ।