লেবুজাতীয় ফসলের গুমোসিস্ রোগ - লেবু জাতীয় ফসল

লেবু জাতীয় ফসল লেবু জাতীয় ফসল

R

মাল্টা গাছের বরদো পেস্ট লাগানোর পরে গাছের গড় থেকে আঠা বার হছ্ছে

পরায় সব গছেই এ রকম হোছে । দয়া করে কারণ ও সমাধান জানান।

প্রশংসা করুনতিরস্কার করুন
A

Rajkumar Singha Ray গাছগুলোকে চুনের দ্রবণ দিয়ে ব্রাশ করে দিন

প্রশংসা করুনতিরস্কার করুন
R

1 লিটার জলে কতটা চুন দেব

প্রশংসা করুনতিরস্কার করুন
A

Rajkumar Singha Ray ১০ গ্রাম তুঁতে, ১০ গ্রাম চুন ও ১ লিটার পানিতে মিশিয়ে তৈরি করতে হয়। এ মিকশ্চারটি তৈরির পদ্ধতিটি হচ্ছে। প্রথমে মাটি বা প্লাস্টিকের একটি পাত্রে ১০ গ্রাম চুন ভালোভাবে গুঁড়া করে নিতে হবে। এরপর আরেকটি পাত্রে ১০ গ্রাম তুঁতে ভালোভাবে গুঁড়া করে নিতে হবে। তারপর প্রত্যেকটি পাত্রে ৫০০ মিলি পানি মিশিয়ে ভালো করে দ্রবণ তৈরি করতে হবে। তারপর দুইটি পাত্রের দ্রবণটিকে আরেকটি পাত্রে ঢেলে একটা কাঠের কাঠি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বিকাল বেলায় নিয়মমাফিক স্প্রে করতে হয়। বোর্দোমিকশ্চার তৈরির ১২ ঘণ্টার মধ্যে ব্যবহার করতে হয়। নাহলে ভালো ফল পাওয়া যায় না। বোর্দোমিকশ্চার ব্যবহার করা ছাড়াও আপনি সানভিট/ব্লিটক্স প্রতি লিটার পানিতে ৪ গ্রাম ভালোভাবে মিশিয়ে রোগাক্রান্ত গাছে সঠিক নিয়মে স্প্রে করতে পারেন। তবেই আপনি কাক্সিক্ষত পানের ফলন পাবেন। 👉রেফারেন্স: www.ais.gov.bd

প্রশংসা করুনতিরস্কার করুন
R

ধন্যবাদ

প্রশংসা করুনতিরস্কার করুন
Z

Rajkumar Singha Ray Gummosis of Citrus এর কারনে এমনটা হতে পারে। বিস্তারিত তথ্য ও প্রতিকার জানার জন্য সবুজ লিংকটি ক্লিক করুন।

প্রশংসা করুনতিরস্কার করুন

আপনার তরফ থেকে কি প্রশ্ন করার আছে?

সবথেকে বৃহত্তম কৃষি সংক্রান্ত অনলাইন কমিউনিটিতে এখনই যোগ দিন আর আপনার প্রয়োজনানুযায়ী সাহায্য পান!

এখন বিনামূল্যে প্ল্যান্টিক্স অ্যাপস ডাউনলোড করুন!

প্ল্যান্টিক্স সারা পৃথিবী জুড়ে কৃষি সংক্রান্ত পদ্ধতির উন্নতিসাধন করতে চাষীভাইদের সাহায্য করে।

প্ল্যান্টিক্স সম্পর্কে আরও বেশী করে জানুন
উত্তর বিভাগে যান