ক্যাপসিকাম ও মরিচ

মরিচের ব্যাকটেরিয়াঘটিত নরম পচা রোগ

Pectobacterium carotovorum subsp. carotovorum

ব্যাকটেরিয়া

5 mins to read

সংক্ষেপে

  • রোগাক্রান্ত পাতায় শিরার কোষকলাগুলো ঘন কালো হয়ে যায়।
  • পাতা প্রথমে হলুদাভ বর্ণ ধারণ করে এবং পরে পচন ধরে।
  • কাণ্ড এবং ফলের ওপর জল-সিক্ত ক্ষত দেখা যায়।
  • ফলের বোঁটা বর্ণহীন হয় এবং সেখান থেকে পচা গন্ধ আসতে পারে ।

এখানেও পাওয়া যেতে পারে


ক্যাপসিকাম ও মরিচ

উপসর্গ

পাতার শিরায় কালো রঙের কোষকলা এবং সংক্রমিত মৃত দাগ প্রাথমিক লক্ষণ হিসেবে দৃশ্যমান হয়। ঈষৎ দাবানো জল-সিক্ত ক্ষতদাগ দেখা যায় এবং দ্রুত তা কাণ্ড , ফল এবং বৃন্তের দিকে অগ্রসর হয় । রোগ যতই বাড়তে থাকে কাণ্ডের শুকনো , গাঢ় বাদামি অথবা কালো ক্ষত ততোই বাড়তে থাকে, যার ফলে প্রায়ই উদ্ভিদের ডালপালা ভেঙ্গে পড়ে । অবশেষে পুরো ফল নরম , জল-সিক্ত ও আঠালো পিণ্ডে পরিণত হয় । এটা গাছের ওপর থেকে জলভর্তি ব্যাগের ন্যায় ঝুলে থাকে । সাধারণভাবে , রোগাক্রান্ত টিস্যুতে ব্যাকটেরিয়ার পুঁজ দেখা যেতে পারে এবং দুর্গন্ধও থাকতে পারে । আক্রান্ত উদ্ভিদ নেতিয়ে পড়ে এবং পরে মারা যায় ।

Recommendations

জৈব নিয়ন্ত্রণ

দুঃখিত, প্যাকটোব্যাকটেরিয়াম ক্যারোটোভোরামের উপপ্রজাতি ক্যারোটোভোরামের (Pectobacterium carotovorum subsp. carotovorum) বিরুদ্ধে কোন বিকল্প নিয়ন্ত্রণ পদ্ধতি আমাদের জানা নেই । আপনার যদি এমন কিছু জানা থাকে যা এ রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে তবে অনুগ্রহ করে করে আমাদের অবহিত করবেন । আমরা আপনার কাছ থেকে এ ব্যাপারে জানার অপেক্ষায় আছি ।

রাসায়নিক নিয়ন্ত্রণ

সম্ভবমতো সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা প্রতিরোধের ব্যবস্থা নিন। সংক্রমণ প্রতিরোধ করতে বীজ এবং সংগৃহীত ফল সোডিয়াম হাইপোক্লোরাইট দিয়ে শোধন করুন । উদাহরণস্বরূপ, ১% সোডিয়াম হাইপো ক্লোরাইট দ্রবনে বীজ ৩০ সেকেন্ড ভিজিয়ে রাখুন এবং পরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন ।

এটা কি কারণে হয়েছে

মৃত্তিকাবাহিত নরম পচা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া পরিবেশের সর্বত্র বিরাজ করে না । এরা মাটি ও ভূ-উপরিস্থ জলের উপরিভাগে সহযোগী অবস্থায় থাকে । সংক্রমণ ঘটার জন্য উপযুক্ত পরিস্থিতি হলো, উষ্ণ এবং স্যাঁতস্যাঁতে আবহাওয়া । চাষাবাদের যন্ত্রপাতি ব্যবহারের সময়, পোকার কামড়ে কিংবা রোদে পোড়ার কারণে সৃষ্ট ক্ষতস্থান দিয়ে ব্যাকটেরিয়া প্রবেশ করে । প্যাকটোব্যাকটেরিয়াম ক্যারোটোভোরাম উপ প্রজাতি: ক্যারোটোভোরাম-এর[Pectobacterium carotovorum subsp. Carotovorum] আশ্রয় প্রদানকারী প্রচুর ফসল আছে, যেমন আলু , মিষ্টি আলু , কাসাভা , পিঁয়াজ , বাঁধাকপি , গাজর, টমেটো , সিম , ভুট্টো , তুলা , কফি এবং কলা ।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • ভুট্টা , শিম অথবা সয়াবিন এর সাথে শস্য আবর্তন করুন।
  • আলু অথবা বাঁধাকপি চাষের পরে মরিচ লাগাবেন না।
  • মাটিতে জীবাণু কমানোর জন্য গভীরভাবে চাষ দিন।
  • চাষাবাদ, আগাছা পরিষ্কার এবং ফসল কাটার সময় সতর্কতার সাথে পরিচর্যা করুন।
  • আর্দ্র পরিবেশে কাজ করবেন না।
  • উন্নত জল নিষ্কাশন ও সরবরাহ করুন।
  • মাত্রাতিরিক্ত নাইট্রোজেন সার এবং জলসেচ পরিহার করুন।
  • মাঠের পরিচ্ছন্নতা ( জল , কাপড়চোপড় ,যন্ত্রপাতি ) নিশ্চিত করুন।
  • জীবাণুমুক্ত দ্রব্য ব্যবহার করুন (হাত, যন্ত্রপাতি)।
  • আক্রান্ত মরিচ গাছ অপসারণ করুন এবং ফসলের অবশিষ্টাংশ সংগ্রহ করে পুড়িয়ে ফেলুন ।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন