শিম

শিমের মরিচা রোগ

Uromyces appendiculatus

ছত্রাক

5 mins to read

সংক্ষেপে

  • বয়স্ক পাতার নিম্নপৃষ্ঠে ক্ষুদ্র বাদামী থেকে হলুদ রঙের ফুস্কুড়ি দেখা দেয়।
  • চারদিকে হলুদ বর্ণবলয় থাকে।
  • রোগের লক্ষণ পাতার বৃন্ত , কাণ্ডে এবং শুঁটিগুলোতেও দেখা দিতে পারে।
  • পাতা হলুদ হয়ে যায় এবং নেতিয়ে পড়ে।

এখানেও পাওয়া যেতে পারে

1 বিবিধ ফসল

শিম

উপসর্গ

প্রথম উপসর্গ হিসেবে সাধারনত ক্ষুদ্র বাদামী থেকে হলুদ রঙের ফুস্কুড়ি বিকশিত হয় ফলে বয়স্ক পাতার নিম্ন পৃষ্ঠের বর্হিত্বক ফেটে যায়। সময় গড়িয়ে ফুস্কুড়ি হলুদ বিবর্ণ কোষকলার চারিদিকে বলয় আকার ধারন করতে পারে এবং আরও গাঢ় বর্ণের হতে পারে। একই সাথে বড় ফুস্কুড়ি পাতার বৃন্তে, কাণ্ডে এবং শুঁটিতে প্রদর্শিত হতে পারে। পাতা বিবর্ণ ও শুকিয়ে যেতে পারে এবং অকালে ঝরে পড়ে যেতে পারে। পত্রমোচন হলে, ফলনে মারাত্মক ক্ষতি হতে পারে। শিমের মরিচা রোগ কচি গাছকে মেরে ফেলতে পারে এবং পুরানো গাছের উপর এ ছত্রাকের ক্ষতিকর প্রভাব নগণ্য থাকে।

Recommendations

জৈব নিয়ন্ত্রণ

ব্যাসিলাস সাবটিলিস, আর্থ্রোব্যাক্টর এবং স্ট্রেপটোমাইসিস সংগঠিত জৈব-কীটনাশক এ রোগ দমনে অত্যন্ত কার্যকরী।

রাসায়নিক নিয়ন্ত্রণ

সম্ভবমতো সমম্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে রোগ প্রতিরোধের ব্যবস্থা নিন। ট্রাইয়াজোল এবং স্ট্রোবিলিউরিন ছত্রাকনাশক শিমের মরিচা নিয়ন্ত্রণে আশাব্যঞ্জক ফলাফল দেখায়।

এটা কি কারণে হয়েছে

ইউরোমাইসিস অ্যাপেন্ডিকুলাটাস ছত্রাক মাটিতে উদ্ভিদের অবশিষ্টাংশে শীতকাল পার করে। এটি একটি পরবাসী পরজীবী, যার অর্থ বেঁচে থাকার জন্য এরা গাছের কোষকলার উপর নির্ভরশীল। বীজ, বায়ু, জল এবং পোকামাকড়ের মাধ্যমে ফসলে প্রাথমিক সংক্রমণ ছড়িয়ে পড়ে। ছত্রাক উচ্চ আর্দ্রতা এবং বর্ধিষ্ণু তাপমাত্রায় মাথা চাড়া দিয়ে ওঠে। দীর্ঘস্থায়ী উষ্ণ, আর্দ্র আবহাওয়াতে এ রোগ আরও তীব্র হয়।


প্রতিরোধমূলক ব্যবস্থা

  • রোগ প্রতিরোধী বা সহনশীল জাত ব্যবহার করুন।
  • সংক্রামিত জমিতে শিম লাগাবেন না।
  • রোগের আবাস নয় এমন ফসল যেমন ভুট্টার সাথী ফসল চাষ করুন।
  • ক্ষেত থেকে আগাছা এবং পাহারাদার গাছ নির্মূল করুন।
  • অতিরিক্ত জলসেচ পরিহার করুন এবং গাছের মাথার উপর থেকে জলসেচ দেবেন না।
  • সমস্ত সংক্রামিত অংশ কেটে অন্যত্র সরিয়ে ফেলুন।
  • ফসল কাটার পরে, ফসলের সমস্ত অবশিষ্টাংশ সাফ করে ফেলুন।
  • তাপমাত্রা বেশি হলে দীর্ঘকাল পাতার আর্দ্রতা এড়াতে যত্ন সহকারে রোপণের তারিখ এবং জলসেচ নির্ধারণ করুন।
  • অতিরিক্ত নাইট্রোজেন ব্যবহার এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত পটাসিয়াম সার প্রয়োগ নিশ্চিত করুন।

প্ল্যান্টিক্স অ্যাপসকে ডাউনলোড করুন